অথই নূরুল আমিন
গত নির্বাচিত রাজনৈতিক সরকার গুলো জনগণের ভোট পাওয়ার লোভে, প্রায় দেড় যুগের বেশি সময় ধরে বিনামূল্যের পাঠ্যপুস্তক ছাপানো এবং শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে আসছে। এর মুল লক্ষ্য হলো অভিভাবকদের কে ভোটের ক্ষেত্রে আকৃষ্ট করন।
যা হোক, এই বিনামূল্যের বইগুলো ছাপাতে হাজার কোটি টাকার বেশি লাগে সবসময় । আমার কথা হলো রাজনৈতিক দলগুলো যা করেছে, তার নব্বই ভাগ ভুল কাজ করেছে বিধায় আজকে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে । তার ব্যতিক্রম কিছু করার জন্য। অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়ার পর বিভিন্ন দপ্তরের উপদেষ্টাগণ বলেছেন। গত সরকার অনেক ভুল করেছে। তা সংস্কার করতে অনেক সময় লাগবে। এবং সংস্কার কাজ চলছে।
আজকের আলোচনা হলো। পাঠ্যপুস্তক নিয়ে, আমার কাছে মনে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের পছন্দের শিক্ষা উপদেষ্টা। রাজনৈতিক সরকারের মন্ত্রীদের চেয়েও আরো বেশি নাবালক। বেশি অযোগ্য। তার কারণ হলো। অন্তর্বর্তীকালীন সরকার কেন বারোশ কোটি টাকা ব্যায় করে পাঠ্যপুস্তক ছাপাতে যাবে। কার লাভে কিসের লাভে? তাদের তো কোনো ভোটের প্রয়োজন নেই। ভোটের প্রয়োজন একমাত্র রাজনৈতিক দল গুলোর।
প্রায় দেড় যুগ ধরে এই পাঠ্যপুস্তক সরকারি ভাবে যে ফ্রি দেয়া হচ্ছে। এখানে অভিভাবকেরা কতটুকু উপকার পেয়েছেন? কতটুকু খুশি হয়েছেন । এরকম একটা জরিপ কিন্তু কোনো সরকার কখনও করেনি।
বারোশ কোটি টাকা সরকারের রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে যে পাঠ্যপুস্তক ছাপানো হয়। এখানে একজন ছাত্র তিনশ টাকা থেকে সর্বোচ্চ পাঁচশত টাকার বই ফ্রি পেয়ে থাকে। যেখানে দেশের ৭০% শিক্ষার্থী বেসরকারি স্কুল কলেজে লেখাপড়া করতে হচ্ছে। তুলনামূলক সরকারি স্কুল কম থাকার ফলে। আর ঐ সকল বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল গুলোতে বছরে একজন শিক্ষার্থীর জন্য অভিভাবকের ব্যায় করতে হচ্ছে পনেরো হাজার টাকা থেকে ষাট হাজার টাকা পযর্ন্ত। তাহলে বছরে পাচশত টাকার বই কি এই অভিভাবকেরা কিনতে পারবে না,? পারবে।
আমার জানামতে বিনামূল্যের সরকারি বই দেয়া নেয়া বা পাওয়া না পাওয়া নিয়ে অভিভাবকদের কোনো আগ্রহ নেই। অথচ এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যদি নাবালক না হতেন । তাহলে এই বারোশ কোটি টাকার বই ছাপিয়ে টাকা নষ্ট না করে। এই বারোশ কোটি টাকা দিয়ে শতাধিক বেসরকারি স্কুল সরকারি করে নিতে পারতেন।
আরেকটি কথা হলো। সরকারের এই বিনামূল্যের পাঠ্য পুস্তক আমার পরামর্শ গ্রহণ করলে। এই বারোশ কোটি টাকার বই সম্পূর্ণ বিনামূল্যে ছাপানো সম্ভব। লেখাটি শেষ করার আগে একটি কথা মনে পড়ে গেলো। তা হলো “গাধা পিটিয়ে ঘোড়া বানানো যায়না”। বতর্মান শিক্ষা উপদেষ্টার অযৌক্তিক কাজ দেখে তাই উদাহরণ দিলাম। জানিনা ইউনূস সরকারের ভাগ্যে ভবিষ্যতে কি আছে? দেশের আর জনগণ তাদের কাছেই বা কি পাবেন।
অথই নূরুল আমিন
কবি কলামিস্ট ও রাষ্ট্র বিজ্ঞানী।
৯.১১.২০২৪