বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, দাঙ্গা সৃষ্টি, অগ্নি সংযোগসহ হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামী সোহেল’কে বান্দরবান সদর থানাধীন পৌরসভার বালাঘাটা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
১। র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকায় হত্যা, ধর্ষণ, অপহরণ, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাতি, চুরি-ছিনতাই, বিভিন্ন মামলার এজাহারভুক্ত/গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রেফতার এবং মাদকসহ সমাজে বিরাজমান বিভিন্ন অপরাধ নির্মূলের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
২। এরই ধারাবাহিকতায়, বান্দরবান জেলার সদর থানার মামলা নং-০৯, তারিখ-২৮/০৮/২০২৪ খ্রিঃ, ধারা- 15(3)/25(D) The special power acts 1974 ১৯৭৪ তৎসহ ১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩০৭/৫০৬(২য় অংশ) মোতাবেক দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামী মোঃ সোহেল’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে ০৮ নভেম্বর ২০২৪ তারিখ আনুমানিক ১৯.৩০ ঘটিকার র্যাব-১৫, সিপিসি-৩, বান্দরবান ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে বান্দরবান সদর থানাধীন পৌরসভার বালাঘাটা এলাকা থেকে বর্ণিত মামলার আসামী মোঃ সোহেল রানা (২৭), পিতা-উমর আলী, সাং-বালাঘাটা, ২নং ওয়ার্ড, বান্দরবান পৌরসভা, জেলা-বান্দরবান’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
৩। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
—–ধন্যবাদ—–