কুষ্টিয়া অফিস:
কুষ্টিয়া শহরের নারকিলে তলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারতলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকেরে মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।
গতকাল সোমবার (৪ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনার শিকার হন শ্রমিকরা।হাসপাতাল সূত্রে জানা গেছে, হতাহতরা সবাই কুড়িগ্রাম জেলার বাসন্দিা। তারা ওই এলাকার অবসরপ্রাপ্ত সরকারি র্কমর্কতা আবুল কাশেমের বাসায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। দুর্ঘটনায় আহত নির্মাণ শ্রমিক সবুজ বলেন, আমরা চার তলায় কাজ করছলিাম। নীচ থেকে লোহার রড তোলার সময় বিদ্যুতের তারে স্পর্ষ লাগে। পুরো রড বিদ্যুতায়িত হয়ে যায়।
এ সময় দুইজন শ্রমিক চারতলা থেকে পড়ে যান। এরমধ্যে রাজু (২৪) মারা গেছেন। নিহত রাজু কুড়িগ্রাম জেলার ফুলবাড়িয়া ইউনিয়নের খুচাবাড়ি গ্রামের শাহ আলমের ছেলে।আহত ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই ভবনটিতে ৯ জন শ্রমিক কাজ করছিলেন। এদের সবার বাড়িই কুড়িগ্রাম জেলায়। ভবনটি নির্মাণের ক্ষেত্রে কোন ধরণের নিরাপত্তা ব্যবস্থা না রাখার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে কথা বলার জন্য নির্মাণাধীন ওই ভবনের মালিক আবুল কাশেমের মুঠোফোনে বারবার কল করা হলওে তিনি ফোন রিসিভ করেননি।
২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান, হতাহতদের বিকেল পাঁচটার দিকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা আশংকাজনক।