মাহমুদুল হাসান শান্ত
সোনালী ধানে ভরা মাঠ,
প্রকৃতির মাঝে শান্তির পাঠ।
সূর্যের আলো নাচে হাসে,
গ্রামবাংলার মাটি ভালোবাসে।
সবুজ পাতায় মুগ্ধ দৃষ্টি,
মাটির ঘ্রাণে স্নিগ্ধ মিষ্টি।
শান্ত বায়ু বয়ে যায়,
স্বপ্নের ক্ষেতে মন হারায়।
ধানের গন্ধে ভরে বাতাস,
কৃষকের মমতা, শ্রমের সাথ।
ফসলের মাঝে সুখের ছোঁয়া,
বাংলার প্রান্তর প্রাণে মিশে।
মাঠের বুকে সোনার দান,
কৃষকের খুশি স্বপ্নের মান।
গান গেয়ে যায় পাখিরা,
ফসলের ঘ্রাণে ভরে ধরা।
মাটির কোলে বেঁধেছে বাসা,
প্রকৃতির রূপে মুগ্ধ ভাষা।
এ দেশের মাটি, এ দেশের গান,
সোনার ধানে পূর্ণ প্রাণ।