রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর আমতলা হতে রাত ১০:৫০ টায় একজন মাদককারবারিকে ৬০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মো: কাওছার আলী (৩২)। মো: কাওছার আলী রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর-আষাড়িয়াদহ বারীনগর গ্রামের মৃত ইসমাইল আলীর পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মো: আব্দুস সামাদ ও ফোর্স-সহ গত ২৭ অক্টোবর ২০২৪ খ্রি. রাত ১০:৩০ টায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর আমতলা ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, গোদাগাড়ী থানাধীন চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর আমতলা গ্রামস্থ পদ্মা নদীর ফুলতলা ঘাটে তিনজন মাদককারবারি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহীর পুলিশ সুপারের নির্দেশে ওসি ডিবি’র নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো: আব্দুস সামাদ ও ফোর্স-সহ গত ২৭ অক্টোবর ২০২৪ খ্রি. রাত ১০:৩৫ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাত ১০:৫০ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মো: কাওছার আলীর দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির সামনের ডান কোচর হতে চারটি সাদা স্বচ্ছ পলিথিনের প্যাকেটে রক্ষিত বাদামি বর্ণের গুড়াপদার্থ অবৈধ মাদকদ্রব্য ৪০০ গ্রাম হেরোইন-সহ তাকে গ্রেফতার করে। তা ছাড়া পলাতক মাদককারবারি কালু শেখ, পিতা: বুরু, সাং: চর আষাড়িয়াদহ নতুনগ্রাম, থানা: গোদাগাড়ী, জেলা: রাজশাহী’র ফেলে দেওয়া একটি প্যাকেটে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, অপর দুইজন সহযোগী মাদককারবারি (১) কালু শেখ, পিতা: বুরু, সাং: চর আষাড়িয়াদহ নতুনগ্রাম ও (২) মো: শামিম হোসেন, পিতা: মো: নুরুল ইসলাম, সাং: চর আষাড়িয়াদহ, উভয় থানা: গোদাগাড়ী, জেলা: রাজশাহী ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। অভিযুক্ত মো: কাওছার আলীর বিরুদ্ধে ইতিপূর্বে গোদাগাড়ী থানায় বাংলাদেশ পাসপোর্ট আইনের মামলা রয়েছে।
হেরোইন উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।