ভিক্টর বিশ্বাস চিতা স্টাফ রিপোটার
কুষ্টিয়ার খোকসায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে বাজার মনিটরিং করেছেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন।
২৮’ অক্টোবর সোমবার দুপুরে খোকসা পৌর শহরের কাঁচা বাজারের সার্বিক পরিস্থিতি দেখতে যান এসিল্যান্ড।
মনিটরিংয়ের সময় তিনি ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে দ্রব্য বিক্রিসহ বাজার দরের তালিকা দোকানের দৃশ্যমান স্থানে টাঙ্গানোর নির্দেশ দেন।
অভিযানে খোকসা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন জানান, উপজেলা প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে। কোন অসাধু ব্যবসায়ী যদি বাজার অস্থীতিশীল করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।