এম আবু হেনা সাগর, ঈদগাঁও
শীতকালীন টাটকা সবজিতে হাসছে সবুজ সতেজ ফসলের মাঠ। সবজির মান ভাল হওয়ায় ঈদগাঁও-ইসলামাবাদ এলাকার এ সবজির চাহিদা রয়েছে। কক্সবাজারের ঈদগাঁও উপজেলার প্রায় বিস্তীর্ণ কৃষি জমি জুড়ে এখন নানা সবজির সমারোহ। হরেক রকম শীতকালীন সবজিতে হেসে উঠেছে ফসলের মাঠ। তাই পাইকারি ও খুচরা সবজির বাজারে বেড়েছে শীতকালীন শাকসবজির সরবরাহও।
শীতকালীন সবজির মধ্যে মরিচ, লাউ,সিম,বেগুন,ঝিঁঝিঙ্গা,তিতকরলা, বাঁধা কপিসহ নানান নামের সুস্বাদু সবজি। শীতের শুরুতে পাইকারি বাজারে বাড়ছে সবজি । স্থানীয়ভাবে ঈদগাঁও নদীর পাশঘেষে ইসলামাবাদের পূব গজালিয়াসহ ঈদগাঁওর বিভিন্ন এলাকায় উৎপাদিত তাজা সবজি ঈদগাঁও বাজারসহ উপবাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছে কৃষকরা। পাইকারি ক্রেতারাও ফসলের মাঠ থেকে কিনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন বাজারে। সরেজমিনে সবজি মাঠ ঘুরে দেখা যায়, সবজি চাষী কিংবা পাইকারী বিক্রেতারা ভ্যান ও রিকশায় বস্তা ভর্তি বিভিন্ন ধরনের শীতকালীন সবজি নিয়ে হাটবাজারে যাচ্ছে। ক্রেতা বিক্রেতাদের দরদামের ছন্দে বাজারের পরিবেশ হয়ে উঠেছে ছন্দময়।
গজালিয়ার সবজি চাষী সিরাজুল ইসলাম ও নুরুল হক জানান, শীতকালীন সবজি চাষাবাদ করছি দীর্ঘ বছর ধরে। ব্যাপক পরিচর্চার মাধ্যমে ফসলের মাঠ সুন্দর হয়ে উঠলেও অন্যন্যা বছরের চাইতে এই বছর সবজির উপকরণের দাম বৃদ্ধি। শ্রমিকের খরচসহ সবদিক বিবেচনায় লাভের আশা করা যাচ্ছেনা তেমন।