এম আবু হেনা সাগর,ঈদগাঁও
কক্সবাজারের নবসৃষ্ট ঈদগাঁও উপজেলার এইচএসসি ও সমমানের শিক্ষার্থীদের জন্য ‘উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা’ আয়োজন করতে যাচ্ছে “পাবলিক ইউনিভার্সিটি-মেডিক্যাল-ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস এসোসিয়েশন, ঈদগাঁও। আগামী বৃহস্পতিবার ( ২০ জুন ) সকাল সাড়ে ৯টায় ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এ কর্মশালা।
“উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা, কুইজ প্রতিযোগিতা এবং কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৪” অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার সেশনটি সদ্য পাশকৃত এসএসসি বা সমমান শিক্ষার্থী এবং বৃহত্তর ঈদগাঁও উপজেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম ও ১০ম শ্রেণির নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। যেখানে কুইজের পুরস্কার হিসেবে থাকছে আকর্ষণীয় ক্রেস্ট, পুরস্কার ও প্রাইজমানি।
অনুষ্ঠানে ‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা’ সেশনটিতে ঈদগাঁও উপজেলা থেকে দেশের বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি, মেডিক্যাল এবং ইঞ্জিনিয়ারিংয়ে চান্সপ্রাপ্ত ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধিত করা হবে। এছাড়াও নবগঠিত ঈদগাঁও উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সংবর্ধনা দেওয়া হবে এই অনুষ্ঠানে।
প্রথম বারের মতো ঈদগাঁও উপজেলার শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করতে যাওয়া এই উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন “পাবলিক ইউনিভার্সিটি-মেডিক্যাল-ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস এসোসিয়েশন, ঈদগাঁও” সভাপতি ইয়াছিন আরফাত ও সাধারণ সম্পাদক আহসান আহমেদ।
süpürge bakımı nasıl yapılır Süpürgemin bakımını her yıl buraya yaptırıyorum. https://shareyoursocial.com/read-blog/41742