রাসেল বিশ্বাস
স্টাফ রিপোর্টার
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এতিমদের জায়গা ফিরিয়ে দিলেন এমপি নিক্সন চৌধুরী।
রবিবার বিকাল সাড়ে পাঁচটায় ঘটনাস্থল পরিদর্শন করে দাঁড়িয়ে থেকে দখলদারদের স্থাপনা ভেঙ্গে এতিমদের ফিরিয়ে দিলেন ।
এমন ঘটনাটি ঘটছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাশেমুল উলুম ঈদগাহ মাদ্রাসা ও এতিমখানার (মারকাজ মসজিদের সামনে)
এলাকাবাসী সূত্রে জানা যায়, ভাঙ্গা দক্ষিণপাড় বাস স্ট্যান্ডের সাথে ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসা ও এতিমখানার সামনে সরকারি(সিএনবির) বদ্ধ পুকুরের পাড়ে বেশ কিছু দোকান দিয়ে ভোগ দখলে ছিল এতিমখানা। গত সপ্তাহখানেক আগে সাত থেকে আটটি দোকান ভেঙ্গে দেয় ভাঙ্গার সহকারী কমিশনার ভূমি অফিস। গতকাল শনিবার বিকালে একটি মহল ওই জায়গায় রাতারাতি ঘর উত্তোলন করেন।
এতিমখানা কর্তৃপক্ষ তখন বিষয়টি স্থানীয় এমপি নিক্সন চৌধুরীকে অবহিত করেন।
আজ রবিবার বিকেলে এমপি নিক্সন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে দাঁড়িয়ে থেকে নির্দেশ দিয়ে নতুন স্থাপনা ভেঙ্গে দিয়ে দখল মুক্ত করে দেন।
এ ঘটনায় এতিমখানার সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক মোল্লা জানান, ৫৫ বছর ধরে ভোগ দখলে ছিল এতিমখানা। এই সময়ের মধ্যে বহু ইউএনও, এসিল্যান্ড এসেছিলেন কখনো তারা বিষয়টিতে হস্তক্ষেপ করেন নাই। কিন্তু বর্তমান এক্সিলেন্ট মহোদয় একটি অসাধু চক্রকে এতিমখানার দখলে থাকা দোকান ভেঙ্গে তাদের লিজ দেওয়ায় প্রশ্নবিদ্ধ করেছেন। আমরা এমপি মহোদয়কে বিষয়টি অবহিত করায় এমপি মহোদয় আজ পরিদর্শন করে তিনি দাঁড়িয়ে থেকে হুকুম দিয়ে ভেঙ্গে দিয়ে এতিমদের ফিরিয়ে দিয়েছেন।
এদিকে নতুন লিজ পাওয়া স্বপন মুন্সি জানান, সরকার নিয়ম অনুযায়ী আমাদেরকে লিজ দিয়েছেন। লিজ পেয়ে আমরা ঘর উত্তোলন করেছি।
এদিকে ভাঙ্গা বাজারের ব্যবসায়ীরা জানান, এতিমের জায়গা এতিমদের ফিরিয়ে দিয়ে এমপি মহোদয় একটি প্রশংসা মূলক কাজ করেছেন।
এদিকে এ বিষয়ে ভাঙ্গা সরকারি কমিশনার ভূমি কর্মকর্তার মুঠো ফোনে বারবার যোগাযোগ করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি