
সাত বছরের শিশু ধর্ষণের আলোচিত ও চাঞ্চল্যকর মামলার ৪ ঘন্টার মধ্যে এজাহারনামীয় একমাত্র আসামী ধর্ষক মোঃ কামাল উদ্দিন’কে কক্সবাজার সদরের লিংক রোড এলাকা থেকে র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার
১। র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
২। গত ০৯ জুন ২০২৪ তারিখ অনুমান সন্ধ্যা ১৯.৩০ ঘটিকার দিকে কক্সবাজার পৌরসভার উত্তর তারাবনিয়ারছড়া এলাকায় সাত বছরের শিশু ধর্ষণের ঘটনা ঘটে এবং এ ঘটনায় ভিকটিমের পরিবার কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং ৩৯/৪১৬, তাং-১০/০৬/২০২৪, ধারা-৯(১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩)। জানা যায়, ঘটনার দিন ভিকটিমের মা, ধর্ষণের শিকার সাত বছরের শিশুসহ তার আরো দুই সন্তানকে নিয়ে পার্শ্ববর্তী একটি বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে শিশুটি খেলার সাথীদের সাথে খেলাধুলা করে বাড়ির ফেরার পথে অভিযুক্ত মোঃ কামাল উদ্দিন ভিকটিমকে মুখ চেপে ধরে পার্শ্ববর্তী একটি মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় খেলার সঙ্গীরা বিষয়টি দেখতে পায়। পরবর্তীতে ভিকটিমের মা বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
৩। শিশু ধর্ষণের ঘটনাটি চারিদিকে ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশের প্রেক্ষিতে জনমনে আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি সম্পর্কে অবগত হওয়া মাত্রই এ ঘটনায় অভিযুক্ত মো: কামাল উদ্দিন‘কে গ্রেফতারে কাজ শুরু করে র্যাব-১৫। এরই ধারাবাহিকতায় র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত মামলার আসামী কক্সবাজার সদর থানাধীন লিংক রোড এলাকায় আত্মগোপনে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১০ জুন ২০২৪ তারিখ অনুমান ১৭.৪০ ঘটিকার সময় র্যাব-১৫, সিপিএসসি‘র একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে সাত বছরের শিশু ধর্ষণের আলোচিত ও চাঞ্চল্যকর মামলার ৪ ঘন্টার মধ্যে এজাহারনামীয় একমাত্র আসামী ধর্ষক মোঃ কামাল উদ্দিন (২৫), পিতা-সিরাজ মিয়া, সাং-উত্তর তারাবনিয়ারছড়া, কক্সবাজার পৌরসভা, কক্সবাজার সদর, কক্সবাজার‘কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত কামাল ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে।
৪। গ্রেফতারকৃত ধর্ষণ মামলার আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
—–ধন্যবাদ—-