কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে হত্যাকান্ডের ০৬ (ছয়) ঘন্টার মধ্যে হত্যা মামলার মূল আসামী গ্রেফতার, ঘটনায় ব্যবহৃত চাকু ও চোরাই মালামাল উদ্ধারঃ
মান্যবর পুলিশ কমিশনার মহোদয়ের দিক-নির্দেশনায় এবং উপ-পুলিশ কমিশনার (উত্তর) মহোদয়ের তত্ত্বাবধানে, কোতোয়ালী মডেল থানা, অফিসার ইনচার্জ, মোহাম্মদ মঈন উদ্দিন এর নেতৃত্বে তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঘাতক শাহীন আহমদ (১৯)’কে সনাক্ত পূর্বক টিম কোতোয়ালী অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানাধীন কাজীটুলাস্থ ছকার ইনডোর ফুটবল খেলার মাঠের পাশ্ববর্তী গলির ভিতর হতে ০৬/০৬/২০২৪ইং তারিখ রাত অনুমান ০৮.১৫ ঘটিকার সময় গ্রেফতার করা হয়।
ইতোপূর্বে ভিকটিম মৃত আবুল হাসান সাবিল (২৪) গত ৫/৬ মাস হতে পাঠাও কুরিয়ার এর ডেলিভারীম্যান হিসেবে কুরিয়ার পণ্য সিলেট শহরে ডেলিভারী করে আসছিল। সে কিছু দিন পূর্ব হতে পাঠাও কুরিয়ার ডেলিভারীম্যান এর পরিবর্তে তার আপন মামা পাঠাও কুরিয়ারে ডেলিভারী ম্যান হিসাবে কর্মরত ফয়জুল্লাহ ফয়েজ এর পার্সেল অর্ডার সিলেট শহরের বিভিন্ন স্থানে ডেলিভারী করে আসছে। এরই ধারাবাহিকতায় ০৬/০৬/২০২৪খ্রিঃ তারিখ অনুমান ১১.৩০ ঘটিকার সময় বিভিন্ন স্থানে পার্সেল ডেলিভারী দেওয়ার জন্য ভিকটিম তার বর্তমান ঠিকানাধীন বাসা হতে বের হয়ে যায়।
০৬/০৬/২০২৪খ্রিঃ তারিখ অনুমান ১২.৩০-০১.৩০ ঘটিকার মধ্যবর্তী সময় কোতোয়ালী মডেল থানাধীন কুমারপাড়াস্থ মহল্লা আব্দুল্লাহ আবাসিক এলাকা সংলগ্ন মানিকপীর কবরস্থান টিলার পিছনে পাকা রাস্তার উপর পৌঁছালে অজ্ঞাতনামা দূষ্কৃতিকারী কর্তৃক ধারালো চাকু দ্বারা এলোপাথারি আঘাত করে ভিকটিমকে গুরুত্বর রক্তাক্ত জখম করে তার সাথে থাকা পাঠাও কুরিয়ারের মালামাল নিয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। উক্ত ঘটনার সংবাদ প্রাপ্ত হয়ে তাৎক্ষনিক অফিসার ইনচার্জ, মোহাম্মদ মঈন উদ্দিন, কোতোয়ালী মডেল থানা সঙ্গীয় এসআই(নিঃ)/শামীম উদ্দিন সহ অন্যান্য অফিসার ও ফোর্সগণ ঘটনাস্থলে উপস্থিত হন। এসআই(নিঃ)/শামীম উদ্দিন ঘটনাস্থল হতে ০১টি ধারালো চাকু, ০১টি মোবাইল সেট ও ০২টি পাঠাও কুরিয়ারের পার্সেলের প্যাকেট উদ্ধার পূর্বক জব্দ করেন এবং ভিকটিম মৃত আবুল হাসান সাবিল (২৪) এর লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করতঃ লাশের ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
অতঃপর ঘাতক শাহীন আহমদ (১৯) এর দেওয়া তথ্য মতে ০৬/০৬/২০২৪খ্রিঃ তারিখ রাত ০৯.৪০ ঘটিকায় আসামীর বর্তমান ঠিকানাধীন কোতোয়ালী মডেল থানাধীন কাজীটুলাস্থ লোহারপাড়া রোড, বাসা নং-৩১, তোফায়েল আহমদ এর কলোনী হতে ভিকটিমের নিকট হতে চোরাইকৃত পাঠাও কুরিয়ারের ১২টি পার্সেলের প্যাকেট এবং ঘটনার সময় আসামী শাহীন আহমদ এর পরিহিত ০১টি টি-শার্ট ও ০১টি প্যান্ট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। পরবর্তীতে ভিকটিম মৃত আবুল হাসান সাবিল (২৪) এর পিতা মোঃ আব্দুল হান্নান শিমুল মিয়া (৬২) বাদী হয়ে আসামী ১। শাহীন আহমদ (১৯) পিতা- সালেক আহমদ, মাতা-সাহিদা বেগম, সাং- ভাটিপাড়া, থানা- দিরাই, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে- বাসা নং-৩১, তোফায়েল আহমদ এর কলোনী, লোহারপাড়া রোড, কাজীটুলা, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট সহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দালিখ করলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-১০, তারিখ-০৭/০৬/২০২৪খ্রিঃ ধারা-৩০২/৩৭৯/৪১১/৩৪ পেনাল কোড রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।