র্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এবং র্যাব-১১, সিপিসি-১, নারায়নগঞ্জ এর যৌথ অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় র্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এবং র্যাব-১১, সিপিসি-১, নারায়নগঞ্জ এর যৌথ আভিযানিক দল গত ০৩ জুন ২০২৪ খ্রি. ১৬.৩০ ঘটিকার সময় ‘‘নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন টানবাজার এলাকায়” একটি অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার মামলা নং-১০/১১৬, তারিখ-১৩/০৫/২৪ খ্রি. ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০; একই উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করার অপরাধ মূলে হত্যা মামলার ২নং এজাহার নামীয় পলাতক আসামি মোঃ রুহুল আমিন (৩৫), পিতা-হাজী মোঃ আবুল হোসেন, সাং-মামুদপুর পূর্বপাড়া, থানা-বেলকুচি, জেলা-সিরাজগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ধৃত আসামিসহ আরও অন্যান্য আসামিগণের সাথে ভিকটিম আব্দুল আলিমের পারিবারিক কলহ ছিল। সেই শত্রæতার জেরে এবং গত ০৮ মে ২০২৪ খ্রি. তারিখে উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর নির্বাচন নিয়ে কথা কাটাকাটি হলে ধৃত আসামিসহ আরও অন্যান্য আসামিগণ পূর্বপরিকল্পিতভাবে ভিকটিম আব্দুল আলিমকে ধারালো হাসুয়া, বাঁশের লাঠি, লোহার রড, সাবল প্রভৃতি দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে মারপিট করে শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম করে।
ভিকটিমের আর্তচিৎকারে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকা ধানমন্ডি আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম আব্দুল আলিমকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে ভিকটিমের ভাই বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ এর নিকট হস্তান্তর করা হয়েছে।