ফেন্সিডিল সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
যশোর জেলার বেনাপোল পোর্ট থানা এলাকা হতে ৭৫০ বোতল ফেন্সিডিল সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও বিবিধ প্রতারক চক্র গ্রেফতারসহ চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
নিয়মিত টহলের অংশ হিসেবে র্যাব-৬, সিপিসি- ৩, যশোর ক্যাম্পের এর একটি আভিযানিক দল গত ইং ০৩ জুন ২০২৪ রাতে গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ইউনিয়ন এর ২নং ওয়ার্ডের জনৈক শহীদ আলীর বাড়িতে মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের নিমিত্তে মজুদ করেছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত আভিযানিক দলটি গত ইং ০৩ জুন ২০২৪ তারিখ রাতে অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী– (i) মোঃ শহীদ আলী (৩৫), পিতা- মোঃ হযরত আলী, সাং-পুটখালী, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোরকে গ্রেফতার করে এবং একই এলাকার অপর দুইজন মাদক ব্যবসায়ী মোঃ বিপুল হোসেন (৩০) ও মোঃ রাজু আহমেদ (২৬) (গ্রেফতারকৃত আসামীর সহযোগী) পালিয়ে যায়। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর স্বীকারোক্তি মতে, তার বাড়ির শয়নকক্ষের ট্যাংকের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৫০ (তিনশত পঁঞ্চাশ বোতল ফেন্সিডিল) তার নিজ হাতে বাহির করে দেওয়া মতে উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
পরবর্তীতে আভিযানিক দলটি ধৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানতে পারে, গ্রেফতারকৃত আসামীর বাড়ির পাশে চাচাতো ভাই বিপুল হোসেন (৩০) এর বাড়িতে আরো ৪০০ বোতল ফেন্সিডিল সংরক্ষণ করা আছে।
তার দেওয়া তথ্য মতে, আভিযানিক দলটি ইং ০৩/০৬/২০২৪ তারিখ রাত ২০.০০ ঘটিকার সময় বিপুল হোসেন (৩০) এর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বিপুল হোসেন এর বাড়ির রান্নাঘরের ভেতরে রাখা পাটকাঠির স্তুপের নিচে বিশেষভাবে রক্ষিত অবস্থায় ৪০০ বোতল ফেন্সিডিল উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধার পূর্বক জব্দ করা হয়। সর্বমোট ৭৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে সে আরো জানায়, সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীরা পরষ্পর সহযোগীতায় বিভিন্ন অবৈধ পন্থায় সল্প মূল্যে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় করে যশোর সহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ/বিক্রয় করে থাকে।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করতঃ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।