কক্সবাজারের টেকনাফ থানাধীন নাটমুড়াপাড়া, হ্নীলা বাজার এবং টেকনাফ বাজার এলাকায় পৃথক চারটি অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত/ওয়ারেন্টভুক্ত চারজন আসামী র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার
১। র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
একই সাথে এ সকল অপরাধে দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
২। এরই ধারাবাহিকতায় গত ০৩ জুন ২০২৪ তারিখ র্যাব-১৫, সিপিসি-৩ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল কক্সবাজারের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে দীর্ঘ দিন ধরে পলাতক, সাজাপ্রাপ্ত এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত চারজন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আব্দুস সালাম’কে কক্সবাজারের টেকনাফ থানাধীন নাটমুড়াপাড়া এলাকা, নুরুল হামিদ’কে টেকনাফ থানাধীন হ্নীলা বাজার এলাকা, নুরুল আমিন প্রকাশ তেঙ্গুয়া’কে টেকনাফ থানাধীন টেকনাফ বাজার এলাকা এবং মোঃ ইদ্রিস আলী’কে টেকনাফ থানাধীন টেকনাফ বাজার এলাকা থেকে আটক করা হয়।
৩। গ্রেফতারকৃত আসামীদের বিস্তারিত পরিচয় :
১) মোঃ আব্দুস সালাম (৫৫), পিতা-মৃত ওলা মিয়া, সাং-নাটমুড়াপাড়া, হ্নীলা ইউনিয়ন, টেকনাফ, কক্সবাজার। তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার আকবর শাহ থানার মামলা নং-১(৮)১৮, জিআর নং-৩০৫/১৮, প্রসেস নং-১০৭৮/২১, ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৯(খ) এর ১৯(১) মোতাবেক মামলা রয়েছে। সে মাদক মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামী।
২) নুরুল হামিদ (২৫), পিতা-হাজী ফজল করিম, সাং-নাটমুড়াপাড়া, হ্নীলা ইউনিয়ন, টেকনাফ, কক্সবাজার। তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার আকবর শাহ থানার মামলা নং-১(৮)১৮, জিআর নং-৩০৫/১৮, প্রসেস নং-১০৭৮/২১, ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৯(খ) এর ১৯(১) মোতাবেক মামলা রয়েছে। সে মাদক মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামী।
৩) নুরুল আমিন প্রকাশ তেঙ্গুয়া (৩৬), পিতা-নুর মিয়া, সাং-আলিয়াবাদ, টেকনাফ পৌরসভা, টেকনাফ, কক্সবাজার।
তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার লোহাগড়া থানার মামলা নং-১৯(০২)১৬, জিআর নং-৫৭/১৬, প্রসেস নং-৪১৮/২২ ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৯(খ) এর ১৯(১) মোতাবেক মামলা রয়েছে। সে মাদক মামলায় ১০ বছরের সাজা ও ১০,০০০/- টাকা অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামী।
৪) মোঃ ইদ্রিস আলী (৩৮), পিতা-আব্দুল হাকিম, সাং-নাজিরপাড়া, টেকনাফ, কক্সবাজার। তার বিরুদ্ধে ঢাকা জেলার মতিঝিল থানার মামলা নং-৭৫(৩)১২, দায়রা নং-৫২৭/১৬, প্রসেস নং-৬৯০৫/২১ মোতাবেক মামলা রয়েছে। সে মাদক মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামী।
৪। গ্রেফতারকৃত আসামীদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
—–ধন্যবাদ—–