মোঃ সুমন আলী,, গাজিপুর,কালিয়াকৈর প্রতিনিধি,, গতকাল ০২/০৬/২৪ ইং একই রাতে অসহায় দুই কৃষক ও এক নারীর মোট সাতটি গরু চুরি হয়েছে, ঘটনাটি ঘটেছে গাজিপুর কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের বাগানবাড়ি কামারচালা গ্রামে,,জানা যায়,, উক্ত গ্রামের মোসাঃ শেফালি খাতুন নামের এক মহিলার দুইটা, মোঃ আনোয়ার আলী নামের কৃষকের দুইটা এবং মোঃ বাসের মিয়া নামের এক কৃষকের তিনটা, মোট সাতটি গরু চুরি হয়েছে। গত ০২/০৬/২৪ ইং গভীর রাতে কৃষকের গরু রাখার ঘরের তালা ভেঙ্গে দুইটি গাভী ও পাঁচটি ষাড় গরু চুরি করে নিয়ে যায়। এ নিয়ে এলাকাবাসি খুবই আতংকিত , এলাকাবাসি বলে তাদের অধিকাংশ মানুষ গরু পালনের সাথে জড়িত,এভাবে গরু চুরি হতে দেখে তারা চিন্তীত। এভাবে গরু চুরি বন্ধ করতে তারা প্রসাশনের সার্বিক সহযোগিতা কামনা করছে ।