র্যাব-৮, সদর কোম্পানী এবং সিপিসি-১ পটুয়াখালী, যৌথ অভিযান পরিচালনা করে ০৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ০১ জন আসামী গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জ*ঙ্গী, সন্ত্রাসী, সংঘব*দ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
গ্রেফতারকৃত আসামী মো: এনামুল করিম (৩৭), পিতা-এনায়েত করিম, সাং-ধামুরা , থানা-উজিরপুর, জেলা-বরিশাল এর বিরুদ্ধে বরগুনা জেলার আমতলী থানায় একটি গ্রেফতারি ওয়ারেন্ট জারি আছে। বরগুনা জেলার সিআর-৪৩৯/২০২০ (আমতলী) দায়রা ৩৩১/২০, এন আই এ্যাক্ট এর ১৩৮ ধারা অনুযায়ী মামলাটি বিজ্ঞ আদালতে সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় আসামীকে উক্ত আইন ও ধারায় দোষী সাব্যস্ত করে ০৬ (ছয়) মাসের কারাদন্ডে দন্ডিত করা হয় এবং চেকে উল্লেখিত মোট এক লক্ষ সত্তর হাজার টাকা জরিমানা করা হয়। গ্রেফতারকৃত আসামী পলাতক থাকায় বিজ্ঞ আদালত গ্রেফতারী ওয়ারেন্ট জারি করেন। উল্লেখিত গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামীকে বরগুনা জেলার আমতলী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।