![](https://nobodesh24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
ভিক্টর বিশ্বাস চিতা স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় ১৮ নং মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছ উপড়ে টিন সেডের উপর পড়ে থাকায় ঝুঁকি ও আতঙ্কে চলছে পাঠদান কার্যক্রম। ফলে ওই বিদ্যালয়ের ক্ষুদে ও কোমলমতি শিক্ষার্থীরা রয়েছে বেশ ঝুঁকিতে।
সরেজমিনে ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সম্প্রতি রিমেল ঝড়ে বিশাল একটি মেহগনি গাছ উপড়ে বিদ্যালয়ের পুরাতন টিন সেড ঘরের উপর পরে রয়েছে। বিদ্যালয়ে রয়েছে প্রায় দুইশত শিক্ষার্থী। শিক্ষার্থীদের শ্রেণি কক্ষে যাবার একমাত্র রাস্তা টিন সেড ঘরের বারান্দা। বারান্দার উপর দিয়ে গাছটি পরার কারণে শিক্ষার্থীদের গাছের নিচ দিয়ে চলাফেরা করতে হচ্ছে। গাছটি উপড়ে পরে থাকার কারণে ঝুঁকিপূর্ণ গাছটি শিক্ষার্থীদের জন্য মরণ ফাঁদ হিসেবে রয়েছে। ফলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপালী ঘোষ জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি সম্পর্কে অবহিত করেছি। তবে গাছের কারণে শিক্ষার্থীদের নিয়ে চরম আতংকে আছে বলেও জানান তিনি।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা হুসাইন মোহাম্মদ বেলাল জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারফত বিষয়টি অবগত হয়েছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ম্যানেজিং কমিটির মিটিং মারফত রেজুলেশন করে গাছটি কাটার অনুমতি প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।