গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানা পুলিশ কর্তৃক ২০ কেজি মাদকদ্রব্য শুকনা গাঁজা, ১ টি ট্রাকসহ ০৩ জন মদক কারবারি ও গোবিন্দগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৫ বোতল ফেন্সিডিলসহ ০১ জন গ্রেফতার:
পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়ের নির্দেশনা মোতাবেক মোঃ শফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ, সাদুল্লাপুর থানা এর সার্বিক তত্ত্বাবধানে সাদুল্লাপুর থানা পুলিশ কর্তৃক তারিখ ৩১/০৫/২০২৪ খ্রিঃ রাত্রি ০৩:৪৫ ঘটিকার সময় সাদুল্লাপুর থানাধীন ধাপেরহাট ইউনিয়নের ধাপেরহাট বাজারের হাইওয়ের ওভার ব্রিজের নিচে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা কালে ভুরুঙ্গামারি কুড়িগ্রাম হতে বগুড়াগামী পাথর বোঝাই ট্রাক হতে ২০ কেজি গাজাসহ ১। মোঃ নিজাম উদ্দিন(৪৬)পিতা মোঃ ময়ান আলি, মাতা- মত্তভানুসাং-কাটগিরা(শিলকুড়ি)থানা ভুরুঙ্গামারিজেলা কুড়িগ্রাম২। মোঃ মিলন(৩৬)পিতা মৃত কামাল হোসেন সাং কদমতলি ইটাপাড়া থানা কেরানিগঞ্জ জেলা ঢাকা ৩। মোঃ জাফর(১৬) পিতা মোঃ জাকির মাতাঃ মোছাঃরোমা সাং কলাকান্দি ইউপি- পাহাড়িয়াকান্দি থানা বাঞ্চারাম জেলা ব্রাহ্মনবাড়িয়াগনকে গ্রেফতার করা হয়।
অফিসার ইনচার্জ গোবিন্দগঞ্জ, থানা এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ)/মোঃ হারুন অর রশিদ সঙ্গীয় অফিসার ফোর্স তারিখঃ ৩১/০৫/২০২৪ ইং ১৪.৫০ ঘটিকার সময় গোবিন্দগঞ্জ থানাধীন ১৩নং কামারদহ ইউনিয়নের বকচর মৌজাস্থ গোবিন্দগঞ্জ কোল্ড ষ্টোরের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর চেকিং করাকালে রংপুর হইতে ঢাকাগামী এস.এম এন্টারপ্রাইজ পরিবহন যাত্রীবাহী বাস যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১১-৮০৬৮ চেকিং করিয়া আসামী মোঃ রতন মিয়া কে ১৫ (পনের) বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে যাচ্ছে।