কুষ্টিয়ায় কুষ্ঠরোগ প্রতিরোধ ও আমাদের করনীয় শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়া, ৩০ মে’ ২০২৪৷৷ কুষ্টিয়ায় কুষ্ঠরোগ প্রতিরোধ ও আমাদের করনীয় শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের চিলিস ফুড পার্কে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্দ্যোগে এবং দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় দিনব্যাপী উক্ত কর্মশালায় ডাঃ মিতা রানী মজুমদার, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রোগ্রাম কো-অডিনেটর জায়েদুল হক মতিনসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুষ্ঠরোগী চেনার উপায়, কুষ্ঠরোগীদের কিভাবে সেবা করতে হবে এসব বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষন দেয়া হয়।
২০১৫ সাল থেকে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের
সহযোগীতায় কুষ্ঠরোগীদের নিয়ে কাজ করছে।