যশোরে দুই উপজেলায় শান্তিপূর্ণভাবে চলছে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। বাঘারপাড়া উপজেলার বর্ণময় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বুধবার (২৯ মে) সকাল ৮টার দিকে নির্বাচন শুরুর পর ৩০ মিনিটে ভোট পড়েছে মাত্র ১৭টি। তবে অন্যান্য কেন্দ্রেও ভোটার উপস্থিতি নেই বললেই চলে।
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোহাম্মদ আল-আমিন জানান, তার কেন্দ্রে মোট ভোটার ২৮৩৫ এর মধ্যে পুরুষ ১৩৩৬ এবং নারী ১৪৯৯। প্রথম আধা ঘণ্টায় ১৭ জন ভোট দিয়েছেন। প্রত্যেকটি বুথেই ভোট পড়েছে বলে জানিয়েছেন তিনি।
বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যন পুরুষ পদে ৭ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে চারজনসহ মোট ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় একজন তৃতীয় লিঙ্গের ভোটারসহ মোট ভোটার রয়েছে এক লাখ ৮৯ হাজার ৫১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৫ হাজার ৪০৬ জন ও নারী ভোটার ৯৪ হাজার ১০৪ জন। আর ভোটকেন্দ্র ৭০টি।
এ দিকে অভয়নগর উপজেলা় চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৮১টি কেন্দ্রে দুই লাখ ১৮ হাজার ৯০ জন ভোটার ভোট প্রদানের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করছেন। ভোটারদের মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮ হাজার ৩৩৫ জন ও নারী ভোটার রয়েছেন এক লাখ ৯ হাজার ৭৫৩ জন।