অস্ত্র ও কার্তুজসহ শীর্ষ সন্ত্রাসী ও আন্ত:জেলা ডাকাত সর্দার মোঃ নান্না হাওলাদার (৩৯) র্যাব-৮, সিপিএসসি কোম্পানী এবং কাঠালিয়া থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার।
র্যাব—৮, বরিশাল, সিপিএসসি কোম্পানী এবং ঝালকাঠির কাঠালিয়া থানা পুলিশের একটি বিশেষ যৌথ আভিযানিক দল অদ্য ১৯ মে ২০২৪ তারিখ রাত ০০:১৫ ঘটিকায় ঝালকাঠি জেলার কাঠালিয়া থানাধীন আওরাবুনিয়া ইউনিয়নের সাতানি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে দেশের বিভিন্ন থানার একাধিক মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী মো ঃ নান্না হাওলাদার (৩৯), পিতা—মোঃ সুলতান হাওলাদার, সাং— মাটিভাঙ্গা, থানা—কাঠালিয়া, জেলা—ঝালকাঠি’কে গ্রেফতার করা হয় এবং তার দেওয়া তথ্যমতে একই তারিখ সময় আনুমানিক ০৩৪৫ ঘটিকায় আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর চড়াইল এলাকায় ঝোপঝাড়ের ভিতর থেকে একটি দেশীয় তৈরী পাইপগান ও দুই রাইন্ড কার্তুজ উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী নান্না হাওলাদারের বিরুদ্ধে দেশের একাধিক থানায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের একাধিক মামলা রয়েছে। আসামীর বিরুদ্ধে পিরোজপুর এর ভান্ডারিয়া থানা, ঝালকাঠি এর কাঠালিয়া ও রাজাপুর থানা ও খুলনা এর রূপসা থানাসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, খুন ও মাদকের সর্বমোট ১৫ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। যার মামলা নং নিম্নরুপঃ
১। পিরোজপুর এর ডান্ডারিয়া থানার এফআইআর নং-৪/২৫৮, তারিখ- ০৬ অক্টোবর, ২০২১; ধারা-
১৪৩/৩৪১/৩২৩/৩২৪/ ৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড,
২। ঝালকাঠি এর কাঁঠালিয়া থানার এফআইআর নং-৩/০৩, তারিখ- ১০ জানুয়ারি, ২০২১; ধারা-
৩০২/৩২৪/৩৪ পেনাল কোড,
৩। পিরোজপুর এর ভান্ডারিয়া থানার এফআইআর নং-২৩/২২৩, তারিখ- ২৩ নভেম্বর, ২০২০;
ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬ পেনাল কোড,
৪। খুলনা এর রূপসা থানার এফআইআর নং-৪/৬৬, তারিখ- ১২ মে, ২০২০, ধারা- ৪৫৪/৩৮০
পেনাল কোড,
৫। পিরোজপুর এর ভান্ডারিয়া থানার এফআইআর নং-১৮/৮২, তারিখ- ২৮ এপ্রিল, ২০২০; –
১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/৩৪ পেনাল কোড,
৬। পিরোজপুর এর ভান্ডারিয়া থানার এফআইআর নং-৯, তারিখ- ১১ জানুয়ারি, ২০১৮; ধারা-
৩০২/৩৪ পেনাল কোড,
৭। পিরোজপুর এর ডান্ডারিয়া থানার এফআইআর নং-৬, তারিখ- ০৯ মার্চ, ২০১৬; ধারা-
৩০৭/১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৫০৬ পেনাল কোড,
৮। পিরোজপুর এর ভান্ডারিয়া থানার এফআইআর নং-৮, তারিখ- ১৮ জুন, ২০১৩; ধারা—
৩৮২/৩৭৯ পেনাল কোড,
৯। পিরোজপুর এর ভান্ডারিয়া থানার এফআইআর নং-১৪/১৩৩, তারিখ- ২৯ জুলাই, ২০২০; ধারা-
১৪৩/৪৪৮/৩৯৫ পেনাল কোড,
১০। পিরোজপুর এর ভান্ডারিয়া থানার এফআইআর নং-৯, তারিখ- ১২ মার্চ, ২০১৬; ধারা- ১৯ ( ১ )
এর ৯(খ)/১৯ (৪)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন,
১১। পিরোজপুর এর ভান্ডারিয়া থানার এফআইআর নং-০৯ / ১৪ ( ভান্ডারিয়া), তারিখ- ১৫ আগস্ট,
২০১৪; ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৫০৬/৩৭৯ পেনাল কোড,
১২। পিরোজপুর এর ভান্ডারিয়া থানার এফআইআর নং-৭, তারিখ- ০৭ মে, ২০২৩; ধারা-
৩৯৯/৪০২/৩৩২/৩৩৩/৩৫৩/৩৪ পেনাল কোড,
১৩। পিরোজপুর এর ভান্ডারিয়া থানার এফআইআর নং-৬, তারিখ- ০৬ এপ্রিল, ২০২৩, ধারা-
১৪৩/৪৪৮/৩২৩/৩০৭/৩৮০/৩৫৪/৫০৬(২) পেনাল কোড,
১৪। পিরোজপুর এর ভান্ডারিয়া থানার এফআইআর নং-৬/৩১১, তারিখ- ০৭ ডিসেম্বর, ২০২১; ধারা-
৩৮৫/৩৮৬/৩৮৭/৫০৬(২) পেনাল কোড,
১৫। ঝালকাঠি এর রাজাপুর থানার এফআইআর নং-১২/১৬৫, তারিখ- ১৫ সেপ্টেম্বর, ২০২১;
তারিখ- ১৫ সেপ্টেম্বর, ২০২১; ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড।
উক্ত আসামী নিজ এলাকা হতে পলায়ন করে আত্মগোপনে থেকে দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে। উল্লেখিত গ্রেফতারকৃত আসামীকে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।