শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর সার্বিক দিক নির্দেশনায় শাহপরাণ (রহঃ) থানার এসআই(নিঃ)/মোঃ ইবাদুল্লাহ সঙ্গীয় অফিসার এএসআই/ আল ইমরান ও ফোর্সসহ গত ১৭/০৫/২০২৪ খ্রিঃ তারিখ দিবাকালীন সিয়েরা-৬১ ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে অনুমান ১৯.০৫ ঘটিকায় শাহপরাণ (রহঃ) থানাধীন শাহজালাল উপশহর, এবিসি পয়েন্ট, জালালাবাদ, মেডিকেল এ্যাসিটেন্ট ট্রেনিং স্কুল এর সামনে পাকা রাস্তার উপর পৌছাইলে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় বর্ণিত আসামীকে আটক করেন।
তখন উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত ব্যক্তির দেহ তল্লাশীকালে পরিহিত কালো প্যান্টের বাম পকেট হতে তাহার নিজ হাতে বের করে দেওয়া মতে ক) নীল রংয়ের পলিথিন দিয়ে মোড়ানো হালকা গোলাপী রংয়ের ৫৫ (পঞ্চান্ন) পিস ইয়াবা ট্যাবলেট, যার প্রতিটির ওজন অনুমান ০.১ গ্রাম করে মোট ওজন = ৫.৫ গ্রাম, প্রতিটি ইয়াবা ট্যাবলেটের মূল্য অনুমান ৩০০ টাকা করে মোট ইয়াবা ট্যাবলেটের মূল্য অনুমান = ১৬,৫০০/- (ষোল হাজার পাঁচশত) টাকা উদ্ধারপূর্বক অনুমান ১৯.২০ ঘটিকায় পর্যাপ্ত বিদ্যুতের আলোতে জব্দ তালিকা প্রস্তুত করতঃ স্বাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয়। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তাহার নাম সাইফুল ইসলাম (২৭), পিতা- বাবুল আহমদ, স্থায়ী সাং- তারবাড়ি (খালপাড়), থানা-কানাইঘাট, জেলা-সিলেট, বর্তমানে সাং-শাহজালাল উপশহর, তেররতন, (শিহাব মিয়ার কলোনীর ভাড়াটিয়া), থানা- শাহপরাণ (রহঃ), জেলা- সিলেট বলে জানায়। উক্ত ঘটনায় ধৃত অভিযুক্তের বিরুদ্ধে শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-১২, তারিখ-১৭/০৫/২০২৪খ্রিঃ ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ১০(ক); রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।