স্টাফ রিপোর্টার,ঈদগাঁও
দরজায় কড়া নাড়ছে বহুল প্রতীক্ষিত ঈদগাঁও উপজেলা পরিষদের নির্বাচন। আর তিনদিন পর অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজারের নবম উপজেলার প্রথম এই নির্বাচন। বর্তমান প্রেক্ষাপটে ভোটের সমীকরণ পাল্টিয়ে শেষমেষ হতে পারেন মো: আবু তালেবই প্রথম উপজেলা চেয়ারম্যান।
২রা মে প্রতীক বরাদ্দের পর থেকে চেয়ারম্যান পদপ্রার্থীরা উপজেলার আওতাধীন ৫ ইউনিয়নে চষে বেড়াচ্ছেন। ভোটারদের ধারে ধারে ভোট প্রার্থনায় মেতে উঠেছে। চায়ের দোকানসহ জন বহুল স্থানে উপজেলা পরিষদের কয়েকজন চেয়ারম্যান প্রার্থীর নাম আলোচনার কেন্দ্র বিন্দু তে ছিল। দুরে থাকা নেতাকর্মীরাও টেলিফোন প্রতীকের পক্ষে ফিরে আসছেন বুঝে শুনে।
কিন্তু ১৭মে টেলিফোন প্রতীকের চেয়ারম্যান পদ প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু তালেবের এক নির্বাচনী সভায় ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুল কবির নির্বাচন থেকে সরে গিয়ে আবু তালেবকে সমর্থন প্রদান করেন। এতে আরো পরিষ্কার হয়েছে মো: আবু তালেবের পথ। পাশাপাশি অপরাপর চেয়ারম্যান প্রার্থীসহ তাদের কর্মী সমর্থকরা ও কোমর বেধে নির্বাচন করে যাচ্ছেন।
এদিকে ঈদগাঁও উপজেলার চেয়ারম্যান প্রার্থী সাবেক সফল ছাত্রনেতা আবু তালেবকে বিজয়ী করতে নির্বাচনী প্রচার প্রচারণায় মাঠে নেমেছে জেলা পর্যায়ের একঝাঁক নেতৃবৃন্দরা। টেলিফোন প্রতীকের পক্ষে পাড়া মহল্লায় নর-নারী ভোটার দের কাছ থেকে ভোট প্রার্থনা করেই যাচ্ছেন –
কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষ সাবেক চেয়ারম্যান
লে: কর্নেল (অবসরপ্রাপ্ত) ফোরকান আহমদ, কক্সবাজার পৌরসভা মেয়র মাহবুবুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইসতিয়াক আহমেদ জয়,জেলা ছাত্রলীগ সভাপতি এসএম সাদ্দাম, পৌরসভার কাউন্সিলর,সাবেক ছাত্রনেতা এমএ মনজুর,জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি নুরুল আজিম কনক,সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ,মোরশেদ হোসাইন তামিম, সাবেক জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর,সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল,নারী নেত্রী নাছরিন সারোয়ার কাবেরী সহ জেলা-উপজেলার নেতাকর্মীরা। আগামীতে উপজেলা চেয়ারম্যানে তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন বর্তমান ও প্রাক্তন দলীয় নেতাকর্মীরা।
আবু তালেব একজন মেধাবী মানুষ। দক্ষ ও শিক্ষিত। উপজেলা চেয়ারম্যানের চেয়ারটি অতি গুরুত্বপূর্ণ। উপজেলায় বিভিন্ন অফিসে উচ্চ শিক্ষিত অফিসারগণ দায়িত্বে থাকবেন। তাদের সাথে ভাল সম্পর্ক স্থপনসহ পরিচালনার ক্ষেত্রে একজন দক্ষ মানুষের প্রয়োজন চেয়ারম্যানে। এটিই তৃণমূল থেকে বেড়ে উঠা একমাত্র আবু তালেবের পক্ষে সম্ভব।
চেয়ারম্যান পদপ্রার্থী টেলিফোন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছেন সাবেক ছাত্রনেতা ও দীর্ঘ ৪০ বছর ধরে রাজনৈতিক মাঠের পরীক্ষিত এক সংগ্রামী নেতা আবু তালেব। ঈদগাঁও উপ জেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব ব্যক্তিগত,সামাজিক, রাজনৈতিক ইমেজকে কাজে লাগিয়ে ভোটারদের পাশে থেকে অবহেলিত জনপদের ভাগ্য উন্নয়নে কাজ করার অঙ্গীকারে নির্বাচন করছেন।
সবদিক বিবেচনায় রেখে এবার সাধারণ ভোটার আশাবাদী উন্নয়নের রূপকার,আধুনিক ও স্মার্ট উপজেলা গঠনে তালেবের কোন বিকল্প নেই।
ঈদগাঁও উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান মো:আবু তালেবই হতে পারেন।
উল্লেখ্য, আবু তালেব জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি
ও নবগঠিত ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ঈদগাঁও কলেজ পরিচালনা কমিটি সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন।