সেতু আছে, নেই সংযোগ সড়ক। কোনো কাজে আসছে না মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরীর কালীগঙ্গা নদীর উপর প্রায় ৩৫ কোটি টাকার সেতু। প্রতিদিন হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে নৌকা দিয়ে পারাপার হচ্ছে।
কৃষিজমির ওপর দাঁড়িয়ে আছে সেতুটি। প্রায় ৩৫ কোটি টাকা খরচে নির্মাণ করা সেতুটির নেই কোনো সংযোগ সড়ক।
২০১৮ সালে ঘিউরের সিংজুরী ইউনিয়নে কালীগঙ্গা নদীর উপর ৬৩০ মিটার সেতুর কাজ পায় অরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডারর্স এবং মেসার্স কহিনুর এন্টাইপ্রাইজ। ২০২০ সালের ফেব্রুয়ারিতে সেতুর কাজ শেষ হওয়ার কথা। কিন্তু দুই দফায় মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি কাজ।
প্রকল্প বাস্তবায়নের সময় এবং অর্থ বরাদ্দ বাড়ানো হলেও ভূমি অধিগ্রহণ আর স্থাপনার ক্ষতি পূরণের টাকা দু’বছরেও বুঝে পাননি ক্ষতিগ্রস্তরা। সেতুটির অ্যাপ্রোচ সংযোগ সড়কের কাজ শেষ না করেই চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সেতু থাকলেও প্রতিদিন কয়েক হাজার মানুষ এখনও নদী পার হয় নৌকায়।
জমির মালিকরা ক্ষতিপূরণ পাওয়ার পর শিগগরই সংযোগ সড়কের কাজ শুরু করার আশ্বাস এলজিইডির।
বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
জনদুর্ভোগ লাঘব এবং সেতুর সুফল পেতে দ্রুত সংযোগ সড়ক চায় স্থানীয়রা।