নাটোরে অপহরণের পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছেন র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। এ সময় সোহান হোসেন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জ*ঙ্গী, সন্ত্রাসী, সংঘব*দ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
নাটোরে অপহরণের পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছেন র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। এ সময় সোহান হোসেন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া গ্রাম থেকে গতকাল রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সোহান হোসেন দিঘাপতিয়া ইউনিয়নের তেগাছি গ্রামের মো. কালামের ছেলে। আজ বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় র্যাব।
এতে র্যাব নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মওদুদ জানান, সোহান হোসেন ভেকু মেশিন দিয়ে এলাকায় একটি পুকুর কাটতে আসেন। এ সময় ভুক্তভোগী স্কুলছাত্রীকে দেখে প্রথমে প্রেমের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় ওই ছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে শুরু করেন তিনি। একপর্যায়ে ওই স্কুলছাত্রী ঘটনাটি তার মা ও বাবাকে জানায়।
পরে ছাত্রীর অভিভাবকেরা সোহানসহ তাঁর পরিবারকে জানান। এতে ক্ষিপ্ত হয়ে গত ৯ মে সকালে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যান সোহান ও তার সহযোগীরা।
র্যাব কর্মকর্তা জানান, এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে র্যাবের সহযোগিতা চায়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সোহানকে গ্রেপ্তার ও অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। পরে সোহান হোসেনকে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়।