সৌদি আরবে যাওয়া ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট নবায়নে রাজি হয়েছে বাংলাদেশ।
সত্তরের দশকে বাংলাদেশি পরিচয়ে সৌদি আরবে যাওয়া ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট নবায়নে রাজি হয়েছে বাংলাদেশ। রোববার রাজধানীর একটি হোটেলে সৌদি উপ স্বরাষ্ট্রমন্ত্রী নাসির বিন আবদুল আজিজ আল দাউদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, ধাপে ধাপে তাদের নবায়ন করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘দেশ স্বাধীনের পর বাংলাদেশ থেকে কিছু রোহিঙ্গা সৌদি আরবে গিয়েছিল। এর সংখ্যা কত আমাদের জানা নেই। তারা (সৌদি কর্তৃপক্ষ) আমাদেরকে জানিয়েছে সংখ্যাটি ৬৯ হাজার। তারা তো বাংলাদেশের পাসপোর্ট নিয়ে গিয়েছিল। তাদের পাসপোর্ট নাম-ঠিকানা যে রকম আছে সেরকমভাবে আমরা নবায়ন করে দেব।’
এ সব রোহিঙ্গা ১৯৭৩-৭৪ সাল থেকেই সৌদি আরবে অবস্থান করছেন। পাসপোর্ট নবায়ন করার পর তাদের এদেশে দেশে ফেরত পাঠানো হবে না বলে জানিয়েছে সৌদি আরব।
স্বরাষ্ট্রমন্ত্রি আসাদুজ্জামান খান বলেন, ‘এই বিষয়ে আমরা ধীরে যাচ্ছি কেন কিংবা আমাদের কোনো অসুবিধা আছে কি না, সেটা দেখার জন্য তারা এসেছিলেন। আলোচনায় আমাদের উভয় দেশের সুবিধা-অসুবিধার বিষয়গুলোও এসেছে।’
সৌদি উপ স্বরাষ্ট্রমন্ত্রীর দুই দিনের সফরের শেষ দিনের বৈঠকে, বন্দি বিনিময় চুক্তির প্রস্তাবও দেওয়া হয়। সেদেশে বসবাসরত বাংলাদেশিদের জীবন মান উন্নয়ন ও বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে সহযোগিতার আশ্বাসও দেন সৌদি মন্ত্রী।
এছাড়া বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের সক্ষমতা বাড়াতে দেশটিতে প্রশিক্ষণের সুযোগ দেয়ার বিষয়েও আলোচনা হয়েছে।