চট্টগ্রাম প্রতিনিধি”মোহাম্মদ শাহিন”
পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন দেখে কাজ শুরু করা বিডি ক্লিন- রাউজান সপ্তম ইভেন্ট শেষ করেছে। গত শুক্রবার রাউজান, নোয়াপাড়া এলাকায় এ ইভেন্ট শেষ হয়।
বিডি ক্লিনের সদস্যরা আশা করেন, ‘একদিন বাংলাদেশ পরিচ্ছন্ন হবে। সেদিন সবাই মাথা উঁচিয়ে বলতে পারবেন আমরা পরিচ্ছন্ন বাংলাদেশের গর্বিত নাগরিক। সেই লক্ষ্যেই বিডি ক্লিন-রাউজান কাজ করছে।’
নোয়াপাড়া এলাকার পরিচ্ছন্নতা অভিযান চালান বিডি ক্লিনের সদস্যরা।নোয়াপাড়া এলাকার পরিচ্ছন্নতা অভিযান চালান বিডি ক্লিনের সদস্যরা।
সপ্তম ইভেন্টে শপথ নেয় ২০ জনের বেশি সদস্য। প্রতি শুক্রবার শহরের যেকোনো একটি স্থান বাছাই করে পরিচ্ছন্নতার কাজ করা হয়। পরিচ্ছন্নতার কাজসহ মানুষকে সচেতনতার মাধ্যমে যেখানে সেখানে ময়লা ফেলার অভ্যাস পরিবর্তন করে সঠিক স্থানে ময়লা ফেলার জন্য অনুরোধ করা হয়। বেশ সাড়াও মেলে ওই ইভেন্টে। বিডি ক্লিনের সদস্যদের সঙ্গে ঘুরতে আসা সচেতন মানুষও এগিয়ে আসে পরিচ্ছন্নতার কাজে।