যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী পিরোজপুরের কুখ্যাত মাদক সম্রাট মোঃ মাহফুজুর রহমান@মাসুদ (৫৯)’ গ্রেফতার ককেরেছে র্যাব—৮ এবং র্যাব—১০ এর যৌথ অভিযানিক দল।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জ*ঙ্গী, সন্ত্রাসী, সংঘব*দ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
ঢাকা মহানগরীর শাহবাগ থানার তোপখানা এলাকায় ২৫০০ এমএল ফেনসিডিল, ৪০০ পিস ইয়াবাসহ পুলিশের কাছে ধরা পড়ে। থানা দায়িত্বপ্রাপ্ত অফিসার বাদী হয়ে আসামী মোঃ মাহফুজুর রহমান@মাসুদ (৫৯), মৃত শামসুর রহমান, থানা ও জেলা— পিরোজপুর’কে গ্রেফতার দেখিয়ে শাহবাগ থানায় ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন, যার মামলা নং— ১২, তারিখঃ ০৫ নভেম্বর ২০১৭। পরবর্তীতে, বিজ্ঞ আদালতে মামলাটি সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় আসামীকে উক্ত আইনে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।
দীর্ঘদিন যাবৎ আসামী ঢাকা,চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে কৌশলে আত্বগোপন করে। নিজের পরিচয় বদলে কোথাও শ্রমিক, কোথাও সিকিউরিটি গার্ড হিসাবে বিভিন্ন পেশায় কাজ করে পলাতক থাকে।সে একস্থানে ০১/০২ মাসের বেশি অবস্থান করত না। গ্রেফতারকৃত আসমী পলাতক থাকায় বিজ্ঞ আদালত গ্রেফতারী ওয়ারেন্ট জারি করেন। পরবর্তীতে উল্লেখিত যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামীকে পিরোজপুর জেলার পিরোজপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা।