কক্সবাজারের উখিয়া থানাধীন রাজাপালং এলাকায় অভিযান পরিচালনা করে একজন অপহৃতা ভিকটিম র্যাব-১৫ কর্তৃক উদ্ধার
১। র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
২। জনৈকা খুরশিদা বেগম র্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পে অভিযোগ দায়ের করেন যে, গত ০১ মে ২০২৪ তারিখ সকাল অনুমান ০৮.৩০ ঘটিকার সময় তার কলেজে পড়ুয়া মেয়ে কক্সবাজারের উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নস্থ ডেইলপাড়া এলাকা থেকে অপহরণের শিকার হয়। অভিযোগের সূত্রে জানা যায়, বিগত ৩/৪ মাস যাবত ভিকটিম কলেজে গমনাগমনের সময় রাজাপালং ইউনিয়নের পশ্চিম দরগাহবিল এলাকাস্থ শাহ জালাল বিভিন্নভাবে উত্যক্ত করা ও অনৈতিক প্রস্তাবসহ বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের প্রস্তাবের বিষয়টি ভিকটিমের পরিবার প্রত্যাখ্যান করায় উত্যক্তকারী শাহ জালাল ক্ষিপ্ত-ক্ষুদ্ধ হয়ে ভিকটিমকে অপহরণ করে নিয়ে যাবে মর্মে হুমকি দেয়। পরবর্তীতে ঘটনার দিন ভিকটিম প্রাইভেট পড়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হয়ে ডেইলপাড়া পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে শাহ জালাল অজ্ঞাত ২/৩ জন সহযোগেী ভিকটিমকে অপহরণ করে নিয়ে যায়।
৩। উক্ত অভিযোগের ভিত্তিতে অপহৃতা ভিকটিমকে উদ্ধারে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে র্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল। এরই ধারাবাহিকতায় গত ০৪ মে ২০২৪ তারিখ অনুমান ০৬.৩০ ঘটিকার সময় র্যাবের আভিযানিক দল কক্সবাজারের উখিয়া থানাধীন রাজাপালং এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃতা ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। উল্লেখ্য, অভিযুক্ত অপহরণকারীদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
৪। উদ্ধারকৃত ভিকটিমকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
—–ধন্যবাদ—–