আন্তঃজেলা গরু চোর/ডাকাত চক্রের ০৪(চার) সদস্য গ্রেফতার লুন্ঠিত গরু ও আসামীদের ট্রাক জব্দ।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ
গত ইং ২৭/০৪/২০২৪ তারিখ রাত অনুমান ১২:৩০ ঘটিকার সময় বাদী মোঃ আতিয়ার রহমান (৬৩), এনআইডি নম্বর-৪১১৬১৮৯৫০৬৭৮৫, পিতা- মৃত. রমজান সরদার, সাং-বাগডোব, থানা-মনিরামপুর, জেলা-যশোর এর বাড়ীতে রাত অনুমান ০২:০০ – ঘটিকার অজ্ঞাতনামা ০৩ জন আসামী বাদীর ঘরের মধ্যে প্রবেশ করিয়া বাদীকে পেছন থেকে ঝাঁপটিয়ে ধরে। তখন বাদী চিৎকার দিতে চাইলে অজ্ঞাতনামা আসামীরা বাদীর মুখ চেপে ধরে এবং বাদীকে আঘাত করে। ধস্তাধস্তির শব্দ শুনিয়া বাদীর স্ত্রী ঘুম থেকে উঠে অজ্ঞাতনামা আসামীরা বাদীর স্ত্রীকেসহ বাদীকে স্যালোয়ারের কাপড় দ্বারা বেঁধে ফেলে। তখন অজ্ঞাতনামা আসামীরা বাদীর বসতঘরের আলমারীতে থাকা বিভিন্ন স্বর্ণালংকার, ০২টি বিদেশী টর্চলাইট, ০১টি বাটন মোবাইল, ০১টি ভিভো মোবাইল, নগদ টাকা, ০১টি এলইডি টিভি বসতঘরে থাকা ব্যবহার্য মালামাল নিয়ে নেয়। অজ্ঞাতনামা আসামীরা চলে যাওয়ার সময় বাদীর গোয়ালঘরে থাকা ০১টি কালো-সাদা রংয়ের জার্সি গাভী ও ০১টি লাল সিন্দি গাভী, ০১টি বৈদ্যুতিক পানির মোটর লুন্ঠন করে নিয়ে যায়। এই ঘটনা সংক্রান্তে মোঃ আতিয়ার রহমান (৬৩), বাদী হয়ে এজাহার দিলে মনিরামপুর থানার মামলা নম্বর-৩ তারিখ ০২/৫/২০২৪ইং ধারা-৩৯২ পেনাল কোড রুজু হয়।
এ সংক্রান্তে জেলা পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয় ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করার জন্য মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা শাখায় অর্পন করতঃ কঠোর নির্দেশ প্রদান করেন।
গ্রেফতার ও উদ্ধার অভিযানঃ
পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এঁর দিক-নির্দেশনায় জনাব রুপন কুমার সরকার, অফিসার ইন-চার্জ জেলা গোয়েন্দা শাখা, যশোর এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ শামীম হোসেন, এসআই/শফি আহম্মেদ রিয়েল, এএসআই রঞ্জন কুমার বসু, কং/ আঃ বাতেন, কং/ নাজমুল খান, কং/ মিটুল, কং/ শামসুজ্জোহা, কং/ ইসমাইলসহ একটি চৌকস টিম অত্র মামলার ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য প্রযুত্তির মাধ্যমে আসামীদের সনাক্ত করে বাগেরহাট ও খুলনা জেলায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত 04 জন আসামীকে গ্রেফতার ও আসামীদের স্বীকারোক্তি মোতাবেক অত্র মামলার লুন্ঠিত আলামত সমূহ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের নাম ঠিকানাঃ
(1) মোঃ আব্দুল হালিম(35), পিতা-অহিদ শেখ, মাতা-মোছাঃ খায়রুন্নেছা, গ্রাম-তালিমপুর, এ/পি-নৈহাটি দারোগা ভিটা, থানা-রুপসা, জেলা-খুলনা,
(২) শিমুল শেখ @ হৃদয়(22), পিতা-জাহাঙ্গীর শেখ, গ্রাম-জাড়িয়া মাইটকুমড়া, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাট, (৩) মিলন হাওলাদার ওরফে হৃদয়(26), পিতা-নাসির হাওলাদার, মাতা-ঝরনা বেগম, পালক পিতা-তুহিন মোল্লা, গ্রাম-কুসলা, থানা-তেরখাদা, জেলা-খুলনা, এ/পি-জনৈক এ্যাডভোকেট মাছুমা এর বাড়ীর ভাড়াটিয়া, সাং-চাঁনমারী দ্বিতীয় কালভাট, থানা-রুপসা, জেলা-খুলনা,
(4) মোঃ আবুল কালাম শেখ(৪০), পিতা-শওকত আলী শেখ @শহর আলী শেখ, মাতা-মদিনা বেগম, স্ত্রী-সাগরিকা, সাং-চর রুপসা, এ/পি-জয়পুর, ইলাহীপুর, থানা-রুপসা, জেলা-খুলনা
উদ্ধারকৃত আলামতঃ
(ক) 02(দুই)টি গাভী গরু।
(খ) 01টি TATA EX-2 পিকআপ গাড়ী।
(গ) 02(দুই) জোড়া স্বর্ণের কানের দুল
(ঘ) 01টি MYONE TV
(ঙ) 01টি বৈদ্যুতিক পানির পাম্প।
“বাংলাদেশ পুলিশের শপথ-দেশের মানুষকে রাখবো নিরাপদ,
সত্য উদঘাটনে বদ্ধ পরিকর, যশোর জেলা পুলিশ”
ধন্যবাদান্তে-
পুলিশ সুপার, যশোর