ঝালকাঠিতে চাঞ্চল্যকর ‘ছোট ভাইয়ের হাতে বড় ভাই হত্যা’ মামলার এজাহার নামীয় প্রধান ও ১নং আসামী সিপিএসসি, র্যাব-৮, বরিশাল, এবং সিপিসি-১, র্যাব-১ এর যৌথ অভিযানে মামলা হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার
গ্রেফতারকৃত স্বপন তালুকদার (৩০), পিতা- আফজাল তালুকদার, সাং-গোবিন্দবকুল, থানা ও জেলা- ঝালকাঠিসহ অন্যান্য আসামীরা গত ২৯/০৪/২৪ ইং তারিখে আনুমানিক ০৮০০ ঘটিকায় পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্য দিবলোকে হত্যার উদ্দেশ্যে লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে মারাত্বক জখম করে। ভিকটিমের স্ত্রী তার স্বামীকে বাচানোর জন্য এগিয়ে আসলে তাকেও হত্যার উদ্দেশ্যে এলোপাথারি মারপিট করে। এলাকার জনগন ভিকটিমদের চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে ভিকটিমের স্ত্রী তুলনামূলক কম আঘাতপ্রাপ্ত হওয়ায় তাকে ভর্তি রাখলেও ভিকটিমকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করে। ভিকটিমের অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্রব্যরত চিকিৎসক শেরে বাংলা মেডিকেল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে ভর্তি না করে রিলিজ দিয়ে দেয়। পরবর্তীতে, ৩০/০৪/২০২৪ তারিখে বাড়িতে ফিরিয়ে আনার পথে তার মৃত্যু হয়। উল্লেখিত ঘটনায় ভিকটিমের স্ত্রী রিয়া বেগম (৩২) বাদী হয়ে ঝালকাঠি জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-০২, তারিখ-০১ মে ২০২৪ । উল্লেখিত ঘটনায় ভিকটিমের স্ত্রী রিয়া বেগম (৩২) বাদী হয়ে ঝালকাঠি জেলার সদর থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামীকে ঝালকাঠি জেলার সদর থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।