উপ-পুলিশ কমিশনার (ডিবি) মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায়, ০৪/০৫/২০২৪খ্রিঃ রাত অনুমান ০০.৪৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহ) থানাধীন সাদিপুরস্থ নাদিয়া লাইব্রেরী এন্ড গ্রাফিক্স কেয়ার নামক দোকানে ৩য় তলার পরিত্যাক্ত রুমে জুয়ার বোর্ডে অভিযান পরিচালনা করে আসামী ১ । রঞ্জিত দাস (৫২) পিতা-শহীদ বেদু রাম দাস, সাং- ৫২, সাদীপুর-১, থানা-শাহপরান (রহ), জেলা সিলেট, ২। লায়েক আহমদ (৬০), পিতা-মৃত আব্দুল খালিক, সাং-৪২, সাদীপুর-১, থানা-শাহপরাণ (রহ), জেলা-সিলেট, ৩। মিঠু মিয়া (৪০), পিতা-আব্দুল বারিক, সাং-ষোলঘর, থানা- সদর, জেলা-সুনামগঞ্জ বর্তমানে ৩৭০- সোনারপাড়া, থানা- শাহপরাণ, জেলা-সিলেট, ৪।মো: বাচ্চু মিয়া (৪৫), পিতা-মৃত আনু মিয়া, সাং- পাইকপাড়া, থানা- ছাতক, জেলা-সুনামগঞ্জ বর্তমানে- ২৯৩/নবারুণ, সোনারপাড়া, থানা-শাহপরাণ (রহ), জেলা-সিলেট, ৫। আলাল আজমদ (৪৬), পিতা- নুরু মিয়া, সাং-আলবারাকা, বিএডিসি, থানা-শাহপরাণ (রহ), জেলা-সিলেট; ৬। জাহাঙ্গীর (৫৪), পিতা-মৃত চান মিয়া, সাং-মধ্যপাড়া, থানা-সদর, জেলা-ব্রাহ্মণ বাড়িয়া, বর্তমানে-গোপালটিলা, ২ নং রোড, থানা-শাহপরাণ (রহ.), জেলা-সিলেটদের গ্রেফতার করে এসএমপি শাহপরাণ(রহঃ) থানায় নন এফআইআর প্রসিকিউশন রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে । ধারা- সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫, পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।