গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা পুলিশ কর্তৃক ৬১ (একষট্টি) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ী ও আন্ত:জেলা গরু চোর চক্রের ০২ জন গ্রেফতার সহ ০৩ টি চোরাই গরু উদ্ধার
পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়ের নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে অপরাধমুক্ত রাখার লক্ষ্যে কে.এম আজমিরুজ্জামান, অফিসার ইনচার্জ, পলাশবাড়ী থানা এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোহাম্মদ মুরাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ পলাশবাড়ী থানার মামলা নং-০২, তারিখ-০১/০৫/২০২৪ খ্রিঃ, ধারা- ৪৫৭/৩৮০ The Penal Code, 1860 এর চুরি যাওয়া ০৩ টি গরু ইং-০১/০৫/২০২৪ তারিখ রাত্রী অনুমান ২১.৪৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করিয়া পলাশবাড়ী থানাধীন ০২ নং হোসেনপুর ইউনিয়নের দিগদাড়ী মৌজাস্থ আসামী ১। মোঃ ইয়াছিন আলী (৩০), পিতা-মোঃ ময়নুল ইসলাম, মাতা-মোছাঃ হোসেন ভানু, ২। মোঃ সাইদার রহমান (৩০), পিতা-মোঃ মিনহাজ মিয়া, মাতা-মোছাঃ সায়েদা বেগম, উভয় সাং-দিগদাড়ী (বাগমারা), থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধাদ্বয়ের বসতবাড়ী সংলগ্ন পাকা রাস্তার উপর হইতে গ্রেফতার করা হয়।আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাহারা জানান যে, উক্ত চুরি যাওয়া গরুগুলো আসামীদ্বয় চুরি করিয়া অপর আসামী মোঃ হারুন এর ভাই মোঃ হাবিবুর রহমান (৪০), পিতা-খাদেম, সাং-ছোট শিমুলতলা, থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধার গোয়াল ঘরে রেখেছেন। আসামীদ্বয়ের দেওয়া তথ্যর ভিত্তিতে এসআই(নিঃ) মোহাম্মদ মুরাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ইং-০১/০৫/২০২৪ তারিখ রাত্রী ২২.১৫ ঘটিকার সময় মোঃ হাবিবুর রহমান এর বসতবাড়ীতে যাইয়া তাহার দক্ষিণ দুয়ারী গোয়াল ঘরের ভিতর হইতে আসামীদের দেখানোমতে এবং বাদীর সনাক্তমতে চুরি যাওয়া ০৩ টি গরু উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
এসআই(নিঃ) মোহাম্মদ মুরাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিতিত্তে সঙ্গীয় ফোর্সের সহায়তায় পলাশবাড়ী থানাধীন পলাশবাড়ী পৌরসভার অন্তর্গত জামালপুর মৌজাস্থ ডাচ বাংলা বুথ এর সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কে পাকা রাস্তার উপর ইং-০১/০৫/২০২৪ তারিখ রাত্রী অনুমান ২৩.০৫ ঘটিকার সময় যাত্রীবাহি “এসকে স্পেশাল” বাস, যাহার রেজি নং- ঢাকা মেট্রো-ব-১২-১১০৫, উক্ত বাসটি চেকিং করাকালে বাসের সুপারভাইজার ধৃত আসামী ১. মোঃ খন্দকার মাসুদ (৩৯), পিতা-মৃত আব্দুল আউয়াল, মাতা-মৃত মাহমুদা বেগম, স্থায়ী: গ্রাম-তাজহাট (মোল্লাপাড়া), উপজেলা/থানা- তাজহাট, রংপুর মহানগর, রংপুর ২. মোঃ তারাজুল ইসলাম (৪০), পিতা-মোঃ মহির উদ্দিন, মাতা-মোছাঃ ছাবেদা খাতুন ,স্থায়ী: গ্রাম-মধ্য আশরতপুর, উপজেলা/থানা-তাজহাট, রংপুর মহানগর, রংপুরদ্বয়ের হেফাজত হইতে ৬১ (একষট্টি) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এই বিষয়ে পলাশবাড়ী থানার নিয়মিত মামলা নং-০৩, তারিখ-০২/০৫/২০২৪ খ্রিঃ, ধারা-৩৬(১) সারণির ১৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।
সকল ধরনের অপরাধ নিবারণকল্পে গাইবান্ধা জেলা পুলিশের গ্রেফতারী অভিযান অব্যহত রয়েছে ।