যশোরের ০২ টি সফল অভিযানে ১১০ বোতল ফেন্সিডিল
এবং ১১ পিচ চোরাই রেল পাটি উদ্ধার সহ গ্রেফতার ০৪ জন।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের ০২ টি সফল অভিযানে ১১০ বোতল ফেন্সিডিল
এবং ১১ পিচ চোরাই রেল পাটি যাহার ওজন ৬৩২ কেজি, ২১ পিচ চোরাই রেলওয়ের সিলিভার যাহার ওজন অনুমান ৭৫৭ কেজি উদ্ধার সহ গ্রেফতার ০৪ জন।
অভিযান-০১
(২৮ এপ্রিল ২০২৪খ্রিঃ) ডিবি যশোরের এসআই (নিঃ) খান মাইদুল ইসলাম রাজিব, এসআই (নিঃ) হরষিত রায়, এএসআই(নিঃ)/ ৬৬৭ মোজাম্মেল হোসেন, এএসআই(নিঃ)/ ৩৭২ মোঃ নাজমুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১৮.৫০ ঘটিকার সময় যশোর জেলার কোতয়ালী থানাধীন চাউলিয়া মোড় হাইওয়ে তেল পাম্পের পাশে জনৈক ইসরাইল হোসেন এর অব্যবহৃত চাতালের দক্ষিন পাশে হইতে আসামী ১। মোঃ রবিউল ইসলাম ( ৪২), পিতা-মৃত আজগর আলী খাঁ, সাং-চেঙ্গুটিয়া (১নং ওয়ার্ড) ২। মোঃ মোজাহার শিকদার (৪২), পিতা- আফতাব শিকদার, সাং- চেঙ্গুটিয়া (বালিয়াডাঙ্গা) ৩। মোঃ গাজী অহিদুল, পিতা -মৃত মহর আলী গাজী, সাং – চেঙ্গুটিয়া (বালিয়াডাঙ্গা) ৪। মোঃ মনিরুল ইসলাম (৪৮), পিতা মৃত নাজিম উদ্দিন মোল্লা, প্রেমবাগ (উত্তরপাড়া), থানা-অভয়নগর, জেলা-যশোরদেরকে (ক) মোট ১১ পিচ চোরাই রেল পাটি যার ওজন ৬৩২ কেজি, (খ) মোট ২১ পিচ চোরাই রেলওয়ের সিলিভার, যার ওজন অনুমান ৭৫৭ কেজি সহ গ্রেফতার করেন। জব্দকৃত আলামতের মূল্য অনুমান ১,১২,০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) কাজী আব্দুল মান্নান বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।
অভিযান-০২
(২৯ এপ্রিল ২০২৪খ্রিঃ) ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ শাহিনুর রহমান, এএসআই(নিঃ)/ মোঃ আমিরুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ০৩.৪০ ঘটিকার সময় যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পলাতক আসামী মোঃ আঃ রউফ @ রব(৪০), পিতা-মৃত সিরাজুল ইসলাম, সাং-রঘুনাথপুর পশ্চিম পাড়া এর বসতবিল্ডিং এর সিড়ির পাশে হইতে আসামীর রেখে যাওয়া একটি বস্তার মধ্যে হইতে ১১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৪,৪০,০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) শাহিনুর রহমান বাদী হয়ে যশোর বেনাপোল থানায় এজাহার দায়ের করেন।