নিজস্ব প্রতিনিধি
কুষ্টিয়া মিরপুর উপজেলার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২ ব্যক্তি আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা সময় মিরপুর উপজেলার নওদা বলহবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। এতে গুরুতর আহত ২ জনকে মিরপুর ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ঘটনার দিন দুপুরে নওদা বলহবাড়ী গ্রামের মৃত. আজিমউদ্দিন বিশ্বাসের ছেলে সাদেক আলী বিশ্বাসের ছাগল রাস্তার উপর ছিল।
নওদা বলহবাড়ী গ্রামের ফারুক বিশ্বাসের ছেলে রক্সির অবৈধ টলি ছাগলেকে পিষ্ট করে দিলে ছাগলটি মৃত্যুবরণ করেন। এ নিয়ে সাদেক আলী এবং রক্সির মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় জনগণ তাদেরকে সংঘাতে না জড়ানোর পরামর্শ দেন,পরে উভয় পক্ষ চলে যায়।
ভুক্তভোগী জানান, আমার পোষ্য ছাগল রাস্তার পাশ দিয়ে চলাচলের সময় নওদা বলহবাড়ি গ্রামের রক্সির অবৈধ টলির চাপাই ছাগলটি মৃত্যু বরণ করেন। এই নিয়ে দুপুরবেলা আমার সাথে বাক-বিতর্ক শুরু হয় এক পর্যায়ে হাতাহাতি হয়।এই সময় স্থানীয় জনতা এসে উভয় পক্ষকে শান্ত করে দেয়। আমি ও আমার ছেলে মাগরিবের নামাজ পড়তে মসজিদে যায় নামাজ শেষে মসজিদ থেকে বের হলে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের উপর অতর্কিত হামলা করেন হামলায় আমিও আমার ছেলে দুজনেই গুরুতর আহত হয়। স্থানীয় জনতারা উদ্ধার করে মিরপুর ৫০ বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভুক্তভোগী বলেন নওদা বলবাড়ী গ্রামের ফারুক বিশ্বাসের ছেলে রক্সি (৩৩), সাজুর ছেলে রুমন (৩২) নিজামের ছেলে রোকন (৩০) সুফরাদের ছেলে পিবলু (৩৮) দেশীয় অস্ত্র লাঠি-সুটা নিয়ে অতর্কিত হামলা করেন।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, অভিযোগ পেযেছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।