১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক ২৮ মার্চ ২২.৩০ ঘটিকায় রাজশাহী জেলার বোয়ালিয়া থানাধীন সাগরপাড়া বটতলাএলাকায় অপারেশন পরিচালনা করে নারী ও শিশু মামলা নং-৬২৫/২২, ধারা-নাঃ শিঃ আইন ১১(গ) ধারা এবং রিসিভ নং-১৩৫/২৩(ফুলবাড়ী) প্রসেস নং-৪৪৬/২২এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী
১। আঃ রশিদ বাবু ((৪০),পিতা- শহিদুল ইসলাম, সাং- বারাইপাড়া, থানা-ফুলবাড়ী, জেলা- দিনাজপুরকে গ্রেফতার করে।
২। প্রাথমিক জিজ্ঞাসাবাদের উক্ত গ্রেফতারকৃত আসামীকে উক্ত পরোয়ানা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে, সে সত্যতা স্বীকার করে।
৩। আসামীকে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।