আজ ২৬/০৪/২৪খ্রিঃ তারিখ রাত ০৩:১০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লায় কর্মরত এসআই/(নিঃ) মোঃ বিল্লাল হোসেন, এএসআই/(নিঃ) মোঃ ইমরান ও সঙ্গীয় ফোর্সসহ কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন ঘোলপাশা ইউনিয়নের বাবুর্চি বাজারস্থ চট্টগ্রাম-টু-ঢাকা গামী মহাসড়কের পশ্চিম পাশে হোটেল বাইপাস এর সামনে রাস্তার উপর হতে আসামী মোঃ জাকির হোসেন (৪৫), পিতা-মৃত নুরুল হক, মাতা-মোসাঃ সাহেরা বেগম, গ্রাম-ফুরশাইল (তমিজ উদ্দিন শেখ বাড়ী), থানা-সিরাজদিখান, জেলা-মুন্সিগঞ্জকে ০১টি বড় প্লাষ্টিকের বস্তা সহ আটক করেন।
তথায় উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় ধৃত আসামী মোঃ জাকির হোসেন (৪৫) এর দখল/হেফাজতে থাকা একটি বড় প্লাষ্টিকের বস্তা তল্লাশী করে বর্নিত বস্তার ভিতরে রক্ষিত নীল রংয়ের পলিথিন দ্বারা মোড়ানো ২৫(পঁচিশ)টি পোটলা, প্রতি পোটলায় ০১(এক) কেজি করে সর্বমোট (২৫×১)= ২৫(পঁচিশ) কেজি গাঁজা পেয়ে উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন।
উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানায় এজাহার দায়ের করলে চৌদ্দগ্রাম থানার মামলা নং-২৮ , তারিখ-২৬/০৪/২৪খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(গ) রুজু করা হয়।