বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
একজন পুলিশ বাহিনী সে যেখানেই থাকুক না কেন, মানুষ যদি কোন বিপদে পড়ে তাহলে তারা সেখানে উপস্থিত হয়ে যায়। সব পুলিশদের পোশাক থাকে একরকম যাতে বুঝা যায় তারা পুলিশ বাহিনীর সেনা। আমাদের মাঝে এমন অনেক মানুষ রয়েছে যারা পুলিশকে ভয় পায়। পুলিশকে ভয় পাওয়ার কিছু নেই যদি কোন অপরাধ দেখেন তাহলে পুলিশকে খবর দেন।
গত ২৪/০৪/২০২৪ খ্রিঃ তারিখ জনাব মোঃ মাহফুজুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার), পুলিশ সুপার, কক্সবাজার মহোদয়ের নির্দেশক্রমে জনাব মোঃ শাকিল আহমেদ বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়ের সার্বিক পরিকল্পনায় কক্সবাজার জেলার সকল ওয়ারেন্ট তামিল করার বিশেষ অভিযান পরিচালনার উদ্যোগ গ্রহণ করেন।
তার-ই প্রেক্ষিতে এসআই(নিঃ) হোসনে মোবারক সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উখিয়া থানাধীন ০১নং জালিয়াপালং ইউপির পাইন্যাশিয়া, নতুন চর পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর সাজা-৩৬৬/২০১৭, দায়রা নং-৪৭২/২০১৮ মামলার ০৬ (ছয়) বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী ১। খালেদা বেগম (২৮), স্বামী- সামসুল আলম, পিতা- খাইরুল আমিন, সাং- পাইন্যাশিয়া নতুন চরপাড়া, ০১নং জালিয়াপালং ইউপি, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব, আমাদের অহংকার
দেশ রক্ষায় মুক্তিযুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলো পুলিশ।
কেএনএফ সদস্যদের নির্মূলে ও সর্ব প্রথম সশস্ত্র প্রতিরোধ করেছে পুলিশ।