র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আজিবর আলী (৩৬), একযুগ পরে গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।
জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় র্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়ার একটি চৌকষ আভিযানিক দল গত ২০ এপ্রিল ২০২৪ তারিখে রাত ২০৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন আল্লারদর্গা বাজার এলাকা’’ হতে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার জিআর-৮৫/১২, এসটি-২০১/১২ ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি (২)/২৫ (ডি) এর ০৪ বছরের সশ্রম করাদন্ড ও ৪,০০০/- টাকা জরিমানা অনাদায়ে আরো ০৪ মাসের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি মোঃ আজিবর আলী (৩৬), পিতা-মৃত লালন মন্ডল, সাং-সাধীপুর দাড়েরপাড়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া দীর্ঘ ১২ বছর আত্মগোপনে অবস্থান করাকালে গ্রেফতার করা হয়।
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।