বরিশাল কোতোয়ালি থানা এলাকায় চাঞ্চল্যকর গণধর্ষণ এবং গণধর্ষণ পরবর্তী ভিকটিমের আত্মহত্যা মামলার অন্যতম প্রধান আসামী@মো: সাকিব (২৫) কে র্যাব-৮,সদর কোম্পানি,বরিশাল এবং র্যাব-১,সিপিএসসি, কোম্পানি গাজীপুর কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করে জিএমপি সদর থানাধীন লক্ষীপুরা বাজার এলাকা হতে গ্রেফতার করা হয়
ঘটনার বিবরণে জানা যায় যে,গত ১২/০২/২০২৪ তারিখ অনুমান বেলা ০২:৩০ ঘটিকার সময় ভিকটিম নুসরাত জাহান টুম্পা (২১) কে আসামি মোহাম্মদ রিয়াজ শিকদার (২৮)এবং গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ সাকিব (২৫)এবং অন্যান্য আসামিরা মিলে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্ব গণধ*র্ষণ করে।
পরবর্তীতে আসামিরা পালিয়ে আত্মগোপনে চলে যায়।ভিকটিম উক্ত ঘটনার অপমান সহ্য করতে না পারায় ঘটনার দিন আনুমানিক রাত ০৮:০০ ঘটিকায় ভিকটিম ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
পরবর্তীতে তার লাশ মেঝেতে পাওয়া যায়। ঘটনাস্থলে পুলিশ এবং ভিকটিমের আত্মীয়-স্বজন উক্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মেডিকেল কলেজে প্রেরণ করে। উল্লেখিত ঘটনায়, ভিকটিমের মা আদালতের মাধ্যমে বাদী হয়ে বরিশাল মহানগরের কোতয়ালী থানায় গনধ*র্ষণ ও আত্মহত্যার প্ররোচনার অপরাধ একটি মামলা দায়ের করেন। উল্লেখিত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য এবং জনমনে ক্ষোভের সৃষ্টি করে ।
আসামি আত্মগোপনে চলে যায়।আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি সনাক্ত করে র্যাব-৮,সদর কোম্পানি, বরিশাল এবং র্যাব-১,সিপিএসসি,কোম্পানি গাজীপুর কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করে জিএমপি সদর থানাধীন লক্ষীপুরা বাজার এলাকা হতে আসামি মো: সাকিব(২৫), পিতা :শুকুর ভূঁইয়া, সা;আমির খান সড়ক সাগরদিঘী, থানা :বরিশাল সদর (কোতোয়ালি), জেলা : বরিশালকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে বিএমপি বরিশাল (কোতোয়ালি) থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।