কুষ্টিয়ার দৌলতপুরে ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে। বুধবার (০৩ এপ্রিল) সকালে উপজেলার পাকুড়িয়া গ্রামে র্যাব-১২ এর সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানীর একটি আভিযানিক দল তাদেরকে আটক করে।
এসময় আটককৃত আসামীদের নিকট হতে আনুমানিক দুই লক্ষ সাতষট্টি হাজার টাকা মূল্যের ঊননব্বই বোতাল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
র্যাব-১২ এর সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি কিশোর রায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আটককৃত আসামীরা হলেন মোঃ দবির মন্ডলের ছেলে মোঃ বকুল ইসলাম (২৫) এবং মৃত মুনছার মন্ডলের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক (৩২)। তারা উভয়ই দৌলতপুর উপজেলার পাকুড়িয়া গ্রামের বাসিন্দা।
র্যাব-১২ এর সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি কিশোর রায় দৈনিক নবদেশ২৪-কে জানান, আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো। র্যাবের একটি চৌকষ আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেছে।
তিনি আরোও জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।