সিরাজগঞ্জে গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (০২ এপ্রিল) জেলার সলঙ্গা থানাধীন শহীদ বাজার এলাকা থেকে তাদেরকে আটক করে র্যাব-১২-এর সদর কোম্পানির অভিযানিক দল।
আটকের সময় তাদের নিকট হতে সাত কেজি পাঁচশত আশি গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়াও গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ও নগদ পঁচিশ শত টাকা জব্দ করা হয়।
আটককৃত আসামীরা হলেন, মোঃ আসাদুল ইসলাম (৩৯), মোছাঃ সুমনা আকতার (১৯) এবং মোছাঃ নিলুফা বেগম (১৯)।
বুধবার (০৩ এপ্রিল) র্যাব-১২, সদর কোম্পানী সিরাজগঞ্জের স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ০২ এপ্রিল ২০২৪ খ্রিঃ রাত ২২.১৫ ঘটিকায় র্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল উক্ত অভিযান পরিচালনা করেন।
র্যাব-১২, সদর কোম্পানী সিরাজগঞ্জের স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান দৈনিক নবদেশ২৪-কে বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। র্যাব-১২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যহত রাখবে।