ষ্টাফ রিপোটার
আজ রোববার ৩১ মার্চ কুষ্টিয়ার মিরপুর থানা এবং আহম্মদপুর ক্যাম্পর যৌথ উদ্যোগে পোড়াদহ সুইপার পট্রিতে এক বিশেষ অভিযান পরিচালনা করেন।এই অভিযানে নেতৃত্ব দেন মিরপুর থানার ওসি মোঃ মোস্তফা হাবিবুল্লাহ (পিপিএম)।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মাদকবিরোধী অভিযানে পোড়াদহের সুইপার পট্টিতে অভিযান চালালো কুষ্টিয়ার মিরপুর থানার ওসি মোঃ মোস্তফা হাবিবুল্লাহ (পিপিএম)। এ সময় মিরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আব্দুল আজিজ, সেকেন্ড অফিসার এসআই সুফল সরকার,এসআই ইমরান সহ মিরপুর থানা ও ক্যাম্পের ৩০ এর অধিক পুলিশ সদস্য অভিযানে অংশগ্রহণ করে।
এই সময় মদ বিক্রেতারা বলেন-স্যার কান ধরছি আর মদ বিক্রি করব না ,মদ বিক্রি করলে গুলি করে দেবেন! ঈদের আগে শুশুর বাড়ী চলে যাব।
পুলিশের বিশেষ অভিযানের জন্য পোড়াদহের সুশীল সমাজ প্রশাসনের এই মহৎ উদ্যোগের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং এই অভিযান অব্যাহত রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করেছেন। দিন দিন মাদকের ভায়াল থাবায় যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। উল্লেখ্য গত বছরে ঈদের সময় কুষ্টিয়ার পোড়াদহ ও আইলচারা এলাকায় বিষাক্ত অ্যালকোহল ও মদ পান করে পাঁচজন ব্যক্তি নিহতের ঘটনা ঘটেছিল।