ঈদগাঁওতে ইসরাইলি ও বিদেশী পণ্য বয়কটে প্রতিবাদ সমাবেশ
এম আবু হেনা সাগর
ঈদগাঁও কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইসরাইলী ও বিদেশি পণ্য বয়কটে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ (বুধবার) জুহুরের নামাজের পরবর্তী ঈদগাঁও বাজারের শাপলা চত্ত্বর প্রাঙ্গনে এক প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছেন সচতন উলামায়ে কেরামগণ।
হাফেজ মাওলানা আমীনুর রশিদ সঞ্চালনায় ও হাফেজ মাওলানা জহিরুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন – মাওলানা কবির আহমদ,মাওলানা এনামুল হক ইসলামাবাদী, মাওলানা হাফেজ রমজান আলী। প্রতিবাদ সমাবেশের পূর্বে মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন এলাকার মুসলিম তৌহিদী জনতা বিদেশি পণ্য বর্জনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সহকারে সমাবেশস্থলে যোগদান করেছেন। সমাবেশ শুরুর মুহূর্তেই শাপলা চত্বর প্রাঙ্গনে অসংখ্য লোকজনের জমায়েত হয়। নান্দনিক এ আয়োজনকে সাধুবাদসহ সমর্থন জানালো নানা শ্রেনীপেশার লোকজন।
এদিকে একইদিন সকাল সাড়ে এগারটার পর থেকে ঈদগাঁও বাজার ও বাস স্টেশনের বিভিন্ন মুদির দোকানে লোগো ও পণ্য দেখে ইসরাইলী ও আমেরিকান পণ্য বর্জন শীর্ষক লিফলেট বিতরণের মাধ্যমে ব্যাপক প্রচারনায় অংশ নেন ঈদগাঁও উপজেলার মুসলিম জনসাধারণ।
প্রতিবাদ সমাবেশে ঈদগাঁও ইমাম সমিতির সভাপতি মাওলানা এনামুল হক ইসলামাবাদী আজ থেকে ঈদগাঁওবাসীকে ইসরাইলী ও ভিন দেশীয় পণ্য বর্জনের আহবান জানান। ঈদগাঁওর সর্বজন শ্রদ্ধেয় হাফেজ মাওলানা জহিরুল ইসলামের মোনাজাতের মধ্য দিয়ে প্রতিবাদ সমা বেশের সমাপ্তি ঘটে।