বশির আহাম্মদ (নিজস্ব সংবাদাতা)#
আ
জ রোববার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন পোড়াদহ ইউনিয়নের তেঘরিয়া আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন হয়েছে। শ্রেণী কক্ষে ছাত্রছাত্রীরা মুক্তিযুদ্ধের ছবি এঁকে, মুক্তি সংগ্রামের বীরত্বগাথা জেনে, কবিতা পড়ে, গান গেয়ে, বীর মুক্তিযোদ্ধার স্মৃতিকথা শুনে স্বাধীনতার এই দিনটি স্মরণ করেছে।
এই অনুষ্ঠানে স্কুলের ছাত্র, শিক্ষক, অভিভাবক ও কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এই পর্যায়ে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক একরামুল হোসেন মুক্তি সংগ্রামের স্মৃতিচারণ করেন। স্কুলের ছাত্রছাত্রীদের মুক্তিযুদ্ধে তাঁর সাহসিকতা ও বীরত্বের সত্যগল্প বলেন।যুদ্ধ দিনের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে এই স্বাধীনতা সংগ্রামী ছাত্রছাত্রীসহ সবাইকে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করার পরামর্শ দেন।
এই সময় উপস্হিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু আজম,আলমগীর হোসেন,দিলরুবা আক্তার,আরিফ হোসেন এবং ধম শিক্ষক মোওলানা সাইদুর রহমান।এই পর্বটি সঞ্চালনা ও পরিচালনা করেন সহকারী শিক্ষক একরামুল হোসেন । সবশেষে মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মওলানা সাইদুর রহমান।