কর্তব্যপালনরত নেত্রকোণা মডেল থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ
বিত্র মাহে রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে পুলিশ সুপার জনাব মোঃ ফয়েজ আহমেদ পিপিএম সেবা মহোদয়ের নির্দেশক্রমে নেত্রকোণা জেলা পুলিশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন। রোজাদার ব্যক্তিরা যাতে নির্বিঘ্নে তাদের গন্তব্যে গিয়ে ইফতার করতে পারে সেজন্য ট্রাফিক পুলিশ সদস্য ও নেত্রকোণা মডেল থানা পুলিশ সদস্যরা জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করে আসছেন।
যানবাহন, পথচারী, ব্যবসায়ী ও ক্রেতাদের স্বস্তিতে রাখতে ট্রাফিক পুলিশ বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে। ইফতারির সময় তারা কর্তব্য পালনরত অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে ইফতার সেরে নিচ্ছেন।
পবিত্র মাহে রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে নানাবিধ ব্যবসায়িক কর্মকান্ডসহ আর্থিক লেনদেন বৃদ্ধি পায়। এই সময়টিতে সাধারণত চুরি, ছিনতাই, দস্যুতা, ডাকাতিসহ অজ্ঞান পার্টি, মলম পার্টির, অপতৎপরতা বৃদ্ধি পায়। সুষ্ঠু পরিকল্পনা ও পেশাদারিত্বের সাথে পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর-এ ছিনতাই, রাহাজানি ও দস্যুতা রোধকল্পে এ সকল অপতৎপরতার বিরুদ্ধে কার্যক্রম গ্রহণ করে শান্তিপূর্ণভাবে মাহে রমজান ও ঈদ-উল-ফিতর উদযাপনের লক্ষ্যে প্রতিটি থানায় স্ব-স্ব এলাকায় নিজস্ব নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছেন।
পুলিশ সুপার মহোদয় বলেন ,রোজার মাসে জেলা শহরের যানজন নিরসনে নেত্রকোণা মডেল থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ দক্ষতা, আন্তরিকতা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। জেলা শহরে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্য রয়েছেন।
বিভিন্ন উপজেলা থেকে ঈদের কেনাকাটা করার জন্য প্রতিদিন অনেক মানুষ এই শহরে প্রবেশ করে। এজন্য যানজট প্রকোট আকার ধারণ করে। রমজান মাসে মানুষ যাতে স্বস্তিতে কেনাকাটা ও রোজাদারেরা নির্দিষ্ট স্থানে গিয়ে ইফতার করতে পারে এজন্য আমাদের সেবা অব্যাহত থাকবে।