নিজস্ব প্রতিনিধি
কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বটতৈল গ্রামের মীর আবু আব্দুল্লাহ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও মহিলা ( সংরক্ষিত) অভিভাবক পদের নির্বাচন সম্পন্ন।
এই নির্বাচনে দুইটি পেনেলে ১০ জন প্রার্থী অংশ গ্রহণ করেন, মীর আনুজ্জামান ও বীর মুক্তিযোদ্ধা শেখ আবু হানিফ পেনেল এবং মিজানুর রহমান মিজান ও আবুল খায়ের পেনেল। বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন মীর আনুজ্জামান ও বীর মুক্তিযোদ্ধা শেখ আবু হানিফ পেনেল।
মীর আবু আব্দুল্লাহ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় নির্বচানে প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করেন উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ডাঃ জিননু রাইন।
নির্বচান শেষে প্রিজাইডিং অফিসার ডাঃ জিননু রাইন বেসরকারি ভাবে নির্বচনি ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন নির্বচারন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে। এই নির্বচনে ১০ জন প্রাথী অংশগ্রহণ করেন। মোট ভোটার সংখ্যা ২৪৪টি, ভোট পোল হয়েছে ১৮৬টি।
নির্বচনে বিজয় ব্যক্তি হলেন সর্বউচ্চ ১০৬ ভোট পেয়ে প্রথম হয়ে বেসরকারি ভাবে নির্বচাতি হয়েছেন আনিচুর রহমান, ২য় সর্বউচ্চ ১০২ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয় হয়েছেন আলী রুবেল, ৩য় সর্বউচ্চ ৯৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বচাতি হয়েছেন শেখ শরিফুল ইসলাম, ৪র্থ সর্বউচ্চ ৯৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন জিয়ারত প্রাঃ এবং মহিলা (সংরক্ষিত) অভিভাবক পদে সর্বউচ্চ ৯৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন বাছিরন খাতুন।