কুমিল্লার মনোহরগঞ্জ এলাকায় চাঞ্চল্যকর যুবলীগ নেতা “জাহাঙ্গীর হোসেন” হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামি নোমান’কে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল ১৯ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক বিকাল ১৪:৪৫ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং র্যাব-০৯ এর সহযোগীতায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন নতুন বাজার এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার মামলা নং-০৬, তারিখ-১৩/০৫/২০১৬ ইং, ধারা-১৪৩/৪৪৮/৪২৭/৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড; চাঞ্চল্যকর যুবলীগ নেতা ”জাহাঙ্গীর হোসেন” হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নোমান (৩০), পিতা-তাজুল ইসলাম, সাং-দক্ষিণ বাতাবাড়ীয়া, থানা-মনোহরগঞ্জ, জেলা-কুমিল্লা’কে গ্রেফতার করে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বিগত ১৩ মে ২০১৬ খ্রিঃ তারিখ পূর্ব শত্রুতার জের ধরে পুর্ব পরিকল্পিতভাবে গ্রেফতারকৃত নোমানসহ ১৮-২০ জন আসামিগন কুমিল্লা জেলার মনোহরগঞ্জ দক্ষিণ বাতাবাড়িয়ার সরসপুর ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের বাড়িতে অতর্কিত আক্রমন করে। এ সময় আসামিরা চাপাতি, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জাহাঙ্গীর হোসেনকে নৃশংসভাবে হত্যা করে।
এ ঘটনায় নিহত জাহাঙ্গীর আলমের ভাই মোঃ আলমগীর হোসেন বাদী হয়ে ২০ জনকে আসামি করে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৬, তারিখ-১৩/০৫/২০১৬ইং, ধারা-১৪৩/৪৪৮/৪২৭/৩২৬/৩০৭/৩০২/৩৪, পেনাল কোড। অতঃপর উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে গত ০৮/০৬/২০১৭ ইং তারিখ ১৮ জনকে অভিযুক্ত করে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
পরবর্তীতে বিজ্ঞ আদালত দীর্ঘ বিচার কার্য সমাপ্ত করে গত ২৯/০২/২০২৪ ইং তারিখ ১০ জনকে মৃত্যুদন্ড এবং নোমানসহ ০৮ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। উক্ত রায় ঘোষণার পর হতে নোমান মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।