র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ কর্তৃক অভিযানে তাড়াইল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ০১নং ও ০৩নং এজাহার নামীয় আসামী ব্রাহ্মবাড়িয়া ও নিকলী হইতে গ্রেফতার।
বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান বুকে ধারন করে প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, চোরাচালন, মাদক, হত্যা, ধর্ষণসহ দেশকে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড থেকে রক্ষার জন্য নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং জনমনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের জের ধরে গত ১৩/০৩/২০২৪খ্রি. সকাল অনুমান ০৯.৩০ ঘটিকার সময় ভিকটিম উজ্জল মিয়া(৩৫) মসজিদ হইতে বাড়ী ফেরার পথে ০১নং আসামী আকরাম হোসেন ওরফে হাছু(২৯) এর বসত বাড়ীর সামনে কাঁচা রাস্তায় পৌঁছা মাত্রই পূর্ব হইতে সকল আসামীগন রাম দা, বল্লম, শাবল,লোহার রড ইত্যাদি দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে একই উদ্দেশ্যে বে-আইনী জনতাবদ্ধে ভিকটিমের পথরোধ করে। ২নং ও ৪নং আসামীর হুকুমে ১নং আসামী আকরাম হোসেন ওরফে হাছু(২৯) এর হাতে থাকা ধারালো রামদা দিয়ে ভিকটিমকে খুন করার উদ্দেশ্যে মাথা লক্ষ করে কুপ মেরে রক্তাক্ত জখম করে এবং অন্যান্য আসামীগন তাহাকে এলোপাথারী পিটিয়া মৃত্যু নিশ্চিত করে। পরবর্তীতে ভিকটিমের আত্নীয় স্বজন ও সাক্ষীগণ ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাড়াইল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষনা করেন।
উক্ত ঘটনায় ভিকটিমের ছোট ভাই সোগাগ মিয়া(২৯) বাদী হয়ে কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানায় ০১টি হত্যা মামলা দায়ের করেন। যা তাড়াইল থানার মামলা নং-৮/২৬, তারিখ-১৪/০৩/২০২৪, ধারা-৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০। বর্ণিত বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আসামীরা গ্রেফতার এড়াতে ঘটনার পর পরই এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। উক্ত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীদের অবস্থান জানার চেষ্টা করে। পরবর্তীতে উক্ত মামলার ০১নং আসামী আকরাম হোসেন ওরফে হাছু(২৯) ও ০৩নং আসামী আক্কাস মিয়া(৩৫) এর অবস্থান নিশ্চিত হয়ে গত ১৮/০৩/২০২৪খ্রি. ১৭:০০ ঘটিকার সময় কিশোরগঞ্জ জেলার নিকলী থানাধীন জারইতলা এলাকা হইতে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি চৌকশ আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত মামলার ০১নং আসামী আকরাম হোসেন ওরফে হাছু(২৯), পিতা-ফারুক আহম্মেদ ওরফে চন্দু মেম্বার, সাং-দিকদাইড়(মোল্লাপাড়া), থানা-তাড়াইল ও জেলা-কিশোরগঞ্জ’কে এবং র্যাব-৯ এর সহযোগিতায় গত ১৮/০৩/২০২৪খ্রি. ২৩:১০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবিনগর থানাধীন কাঠালিয়া এলাকা হইতে ০৩নং আসামী আক্কাস মিয়া(৩৫), পিতা-মোঃ শহীদ মিয়া, সাং-দিকদাইড়(মোল্লাপাড়া), থানা-তাড়াইল ও জেলা-কিশোরগঞ্জ’কে গ্রেফতার করে। উক্ত হত্যার ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য র্যাবের অভিযান অব্যাহত আছে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানায় হস্তান্তর করা হয়েছে।