পবিত্র রমজানে চট্টগ্রামের মসজিদে মসজিদে তারাবিহ’তে মুসল্লীদের ঢল
এম আবু হেনা সাগর, চট্টগ্রাম থেকে
মুসলিম উম্মাহর কাছে রহমত,মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে এসেছে পবিত্র মাহে রমজান। চট্টগ্রামের মসজিদে মসজিদে তারাবিহ নামাজে মুসল্লীদের ঢল যেন চোখে পড়ার মত।
১৮ মার্চ রাতে চট্টগ্রামের কাজীর হাট, চাঁদগাওর পশ্চিম মোহরা এলাকার বিভিন্ন মসজিদে তারাবি নামাজে মুসল্লিদের উপস্থিতি লক্ষনীয়। মুসল্লিরা পাঞ্জাবি-পাজামা পরে জায়নামাজ নিয়ে মসজিদে আসেন।
এমনকি বিভিন্ন মহল্লার মসজিদ ঘুরে দেখা গেছে, মসজিদগুলোতে তিল ধারণের ঠাঁই নেই।মসজিদের আঙিনা ছাড়িয়ে রাস্তায় জায়নামাজ, চাদর ও পাটি বিছিয়ে মুসল্লিদের নামাজ পড়তে দেখা গেছে। গ্রামাঞ্চলের পাশাপাশি শহর কেন্দ্রীক মসজিদ গুলোতেও মুসল্লীদের উপচেপড়া ভীড়।
মনোমুগ্ধকর কন্ঠে কোরআনের হাফেজ গন কোরআন তেলোয়াত করে উপস্থিত মুসল্লীদের শুনান।
উল্লেখ্য, মঙ্গলবার (১২ মার্চ) প্রথম রমজান শুরু হয়।